তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ সবুজ ভূঁইয়ার ব্যান্ড সিলসিলা। ২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কাওয়ালি গাইতে পারেনি দলটি। নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের হামলায় প- হয় তাদের পরিবেশনা। চার বছর পর ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্ট শুরু হয় এই দলের পরিবেশনা দিয়ে।
গত ২১ ডিসেম্বর শনিবার বিকেল ৪টায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্ট শুরু হয় সিলসিলা ব্যান্ডের কাওয়ালি দিয়ে। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। তিনি মঞ্চে ওঠার আগে দর্শক ও আয়োজকদের শুভেচ্ছা জানাতে আসেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রমুখ।
পুরোনো দিনের বিভীষিকাময় স্মৃতিচারণ করে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘২০২১ সালে টিএসসিতে একটা কাওয়ালি অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। আজ যে সিলসিলা ব্যান্ড পারফর্ম করলো, একসময় আমি ওই দলের সদস্য ছিলাম। আমরা ওই কনসার্টটি করতে পারিনি। সেদিন যে দর্শকেরা এসেছিলেন, তাদের ওপর ফ্যাসিবাদী সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগ হামলা করেছিল। আমাদের বোনেদের মাথা ফাটিয়ে দিয়েছিল। গানে, সাংস্কৃতিক সমাবেশেও তাদের এতটা ভয় ছিল যে, তারা আমাদের তখন গান গাইতে দেয়নি। কিন্তু আজকের বাংলাদেশে রাহাত ফতেহ আলী খান কাওয়ালি গাইতে এসেছেন।’
এই প্রতিবেদন লেখার সময় আর্মি স্টেডিয়ামে গান পরিবেশন করছিলেন শিল্পী রাহাত ফতেহ আলী খান। জুলাই গণ-অভ্যুত্থানে আহত-নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করার পর এই শিল্পী শুরু করেন শ্রোতাদের পরিচিত ‘আস পাস হ্যা খুদা’ গানটি দিয়ে। রণবীর কাপুর ও প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘আনজানা আনজানি’ ছবিতে শোনা গিয়েছিল গান। ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টে গাওয়ার জন্য কোনো পারিশ্রমিক নিচ্ছেন না তিনি। জানা গেছে, বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানেও গাইবেন এই শিল্পী। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে সহায়তা দিতে এই কনসার্টের আয়োজন করা হয়েছে। কনসার্টের টিকিট বিক্রির অর্থ গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দেওয়া হবে।