কয়রায় শিক্ষায় জেন্ডার বাজেট বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে মালালা ফান্ডের সহযোগীতায় ও আশ্রয় ফাউন্ডেশনের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদের সাভাপতিত্বে ও আশ্রয় ফাউন্ডেশনের প্রধান এডুকেশন ইউনিট বনশ্রী ভান্ডারের সঞ্চলনায় এতে সভায় প্রধান অতিথ্রী বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, আরও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, সিনিয়র প্রগ্রাম অফিসার গন সাক্ষর অভিযান ঢাকার আবু রেজা, কয়রা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, সহ-সভাপতি মোঃ আব্দুর রউফ, কয়রা সদর ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এস এম লুৎফর রহমান, সুন্দরবন মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক খায়রুল আলম, কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক রমেন্দ্রনাথ সরদার, আশ্রয ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার মোঃ আমানুউল্যাহ ইউপি সদস্য রেজাউল করিম কারিম, মূর্শিদা খাতুুন, সেলিনা খাতুন, এনজিও প্রতিনিধি মোঃ মোশারফ হোসেন প্রমুখ। এ সময়ে কয়রা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেন।