কুড়িগ্রাম জেলা বিএনপি’র নব গঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে উলিপুরে আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সোমবার(২৩ ডিসেম্বর) বিকেলে উলিপুর পৌরশহরের পোষ্ট অফিস মোড় থেকে আনন্দ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পোষ্ট অফিস মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম ফুলু, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা আবু জাফর সোহেল রানা, উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোতলেবুর রহমান মন্জু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শামীম আহমেদ, নাজমুল হুদা, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক পারভেজ সরদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খাইরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ফিরোজ কবির কাজল প্রমুখ। উল্লেখ্য, ২০১৬ সালে তাসভীর উল ইসলাম কে সভাপতি এবং সাইফুর রহমান রানাকে সাধারণ সম্পাদক করে ১৫৭ সদস্য বিশিষ্ট ত্রৈবার্ষিক কমিটি গঠিত হয়। চলতি বছর প্রায় ২ মাস আগে কেন্দ্র থেকে আকস্মিকভাবে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি ভেঙে দিয়ে সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়। সোমবার কেন্দ্র থেকে মোস্তাফিজুর রহমান মোস্তফাকে আহ্বায়ক এবং সোহেল হোসনাইন কায়কোবাদ সোহেলকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।