দিনাজপরের বীরগঞ্জে শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির আয়োজনে সিডিপি হলরুমে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির শিশু পরিষদের সভাপতি পলি কর্মকারের সভাপতিত্বে ক্যাম্পেইনে বক্তব্য রাখেন-গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির সিডিসি সভাপতি প্রফুল্ল কর্মকার, গুড নেইবারস্ বাংলাদেশের নর্দান এরিয়ার প্রধান সিমান্ত চিসিম, গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির এরিয়া ম্যানেজার তুষার লিউ ক্রশ, প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম প্রমুখ। এসময়ে বক্তারা শিশু সুরক্ষার জন্য তাদের মোলিক অধিকার, শিশু শ্রম, ও শিশু বিবাহ বন্ধে সচেতনতামূলক বক্তব্য রাখেন।