শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন

ফটিকছড়িতে মোহাম্মদীয়া তালীমুল কুরআন নূরানী মাদ্রাসার প্রদর্শনী, রেজাল্ট পুরস্কার বিতরণ

আলমগীর নিশান (ফটিকছড়ি) চট্টগ্রাম
  • আপডেট সময় রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

ফটিকছড়ি পাইন্দং ইউনিয়নে মোহাম্মদীয়া তালীমুল কুরআন নূরানী মাদ্রাসা’র প্রদর্শনী, রেজাল্ট পুরষ্কার বিতরণী ও বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে দক্ষিণ পাইন্দং কচির মোহাম্মদ চৌধুরী বাড়ি সংলগ্ন মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের প্রথম অধিবেশনে উদ্বোধক ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উত্তর জেলার সাধারণ সম্পাদক লায়ন মাসুদুল আলম চৌধুরী। মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য ফয়সাল হাছান চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পাইন্দং ইউপি চেয়ারম্যান একেএম সরোয়ার হোসেন স্বপন, মুক্তিযোদ্ধা মাষ্টার মাহাবুবুল আলম চৌধুরী। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করেন আমন্ত্রিত অতিথিরা। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দলের উত্তর জেলা সভাপতি আবু সাঈদ, সহ সভাপতি নজরুল ইসলাম, ফটিকছড়ি প্রজন্ম দলের সাধারণ সম্পাদক আক্কাস উদ্দিন খোকন, ইঞ্জিনিয়ার শাকিল চৌধুরী, ইমাদ চৌধুরী, কামরুল হাসান, বাপ্পা চৌধুরী, বাবু চৌধুরী, মনসুর, সাইফুদ্দিন, আদি চৌধুরী ও সুনান চৌধুরী। এন্তেজামিয়া কমিটির আহ্বায়ক কামরুল হাসান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মুনছুর, সদস্য সচিব ফাহমিদুল আলম (চৌধুরী পাভেল), মোহাম্মদীয়া তালীমুল কুরআন নূরানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ ওমর ফারুক (সাইফু), মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। বিএনপি নেতা মুক্তিযোদ্ধা মাস্টার মাহাবুবুল আলম চৌধুরীর সভাপতিত্ত্বে বাদ মাগরিব হতে অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে দেশের প্রখ্যাত ওলামায়ে কেরামগণ কোরআন- হাদিসের আলোকে তাফসির পেশ করেন। এ সময় আলহাজ্ব আনোয়ারুল আজিম, রেজাউল করিম চৌধুরী, জামায়াত ইসলামী বাংলাদেশ পাইন্দং ইউনিয়নের সভাপতি এরশাদ সামি, ব্যবসায়ী রাশেল চৌধুরী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com