নড়াইলে ডাল জাতীয় শস্য ক্ষেত পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।গত শুক্রবার বিকেলে নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের বনগ্রাম এলাকায় কৃষি অনুরাগী নড়াইল পৌরসভার সাবেক মেয়র খান মোহাম্মদ কবির হোসেনের দৃষ্টিনন্দন কৃষি খামারে চলতি মওসুমে আবাদ হওয়া ডাল জাতীয় রবি শস্য মুসুর, খেসারী, ছোলা ও সরিষার ক্ষেত পরিদর্শন করেন এবং ভালো ফলন দেখে সন্তোষ প্রকাশ করেন।জেলা প্রশাসক জমিতে ঘুরে ঘুরে সমন্বিত আধুনিক পদ্ধতিতে কৃষি চাষ করায় জমির মালিক খান মোহাম্মদ কবিরের ভূয়শী প্রশংসা করেন।এ সময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রোকনুজ্জামান, কৃষি খামারের মালিক খান মোহাম্মদ কবির হোসেন উপস্থিত ছিলেন। সাবেক মেয়র খান মোহাম্মদ কবির হোসেন বলেন, জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান অনস্বীকার্য এ বিষয়টি সামনে রেখে চাল, ডাল ও শস্য জাতীয় ফসলের চাহিদা মেটাতে আমি আমার জমিতে মুসুর, খেসারী, ছোলা ও সরিষার চাষ করেছি।কৃষি প্রধান নড়াইলে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের ভাগ্যোন্নয়নে তাদের পাশে দাঁড়ানোর সাধ্যমত চেষ্টা করছি।ফসলি জমিতে বিভিন্ন জাতের আমসহ ফলের গাছও লাগিয়েছি।আমিষের চাহিদা মেটাতে ঘেরে দেশীয় প্রজাতির মাছ চাষ অব্যাহত রেখেছি।