সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
উলিপুরে তিস্তা নদীর চরে সবুজের সমারেহ দাগনভূঞা ভূমি ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ খুলনায় মাসব্যাপী একুশে বই মেলা শুরু শেখ হাসিনাকে দেশে এনে গণহত্যার বিচার করা ছাড়া বিএনপি ঘরে ফিরবে না-মামুনুর রশীদ মামুন শাহ এমদাদীয়া অটোমোবাইল ড্রাইভিং ট্রেনিং স্কুলের সনদ বিতরণ গৌরীপুরে ডা. মুকতাদির চক্ষু হাসপাতালে স্মৃতি জাদুঘর উদ্বোধন দুপচাঁচিয়ায় কিশোর ব্যাটমিন্টনে চ্যাম্পিয়ান সজিদ-সীমান্ত ধনবাড়ীতে ব্রোকলি চাষে সাফল্য, আগ্রহ বাড়ছে কৃষকদের জনগণের সেবা নিশ্চিতে নিরলসভাবে কাজ করা একজন ইউএনও “রানীরবন্দরের ইতিহাস” গ্রন্থের মোড়ক উন্মোচন ও দিনব্যাপী সাহিত্য আড্ডা-কবি ও বিশিষ্ট লেখক লুৎফর রহমানের

জুলাই-আগস্টের রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র সমাজ বাংলাদেশে ভোটের অধিকার ফেরত এনেছে-মোস্তাফিজুর রহমান বাবুল

আবুল কাশেম জামালপুর
  • আপডেট সময় সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, “গত ১৬ বছর জনগণ ভোট দেয়ার সুযোগ পায় নাই, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য লড়াই-সংগ্রাম করেছি, নির্যাতনের শিকার হয়েছি। জুলাই-আগস্ট মাসে বাংলাদেশের ছাত্র জনতা আন্দোলন করে, হাজার হাজার ছাত্র জীবন দিয়ে, পঙ্গুপ্ত বরন করে ভোটের অধিকার ফেরত এনেছে। শনিবার (০১ ফেব্রুয়ারী) বিকেলে জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আগামী নির্বাচন গুলোতে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন তাতেই আমাদের শান্তি, তাতেই আমরা তৃপ্ত। বিএনপি মানুষকে সম্মান করে, আমরা জনগণকে ইজ্জত করে তাদের পাশে থাকতে চাই। স্থানীয় ও জাতীয় নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে চাই। ভোটের মালিক জনগণ, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জনগণ যাতে ভোটের মালিকানা প্রয়োগ করতে পারে, সেই ভোট আমরা চাই। দ্বি-বার্ষিক সম্মেলনে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সদস্য সচিব তৈয়বুর রহমান মাস্টারের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য দেন, মেলান্দহ উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব নুরুল আলম সিদ্দিকী। বিশেষ অতিথি’র বক্তব্য দেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, পৌর বিএনপির সভাপতি মনোয়ার হোসেন হাওলাদার, যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব রফিকুল ইসলাম রহিম, সদস্য মঞ্জুরুল কবির মঞ্জু, উপজেলা কৃষক দলের সভাপতি মতিউর রহমান বাবলু। উক্ত সম্মেলনে বিশেষ বক্তার বক্তব্য প্রদান করেন, সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক জিএস নূরে আলম তালুকদার রুনু, উপজেলা বিএনপির সদস্য মাওলানা মো. আলাউদ্দিন, সদস্য আব্দুল মান্নান, সদস্য রেজাউল করিম মোহন মিয়া, সদস্য হাসান আলী মুলে ও জিল্লুর রহমান। এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে বক্তৃতা করেন। দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান বাবুল আহ্বায়ক কমিটি বিলুপ্ত।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com