চট্টগ্রামের ফটিকছড়িতে বর্ণাঢ্য ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হয়ে গেলো শহীদ আবু জাফর চৌধুরী আলমগীর চেয়ারম্যান স্মৃতি টি -১০ গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের। শনিবার (১ ফেব্রুয়ারী) বিকালে মরহুম আজিজুল হক স্মৃতি সংসদের আয়োজনে বিএনপি নেতা ও রাঙ্গামাটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্ত্বে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ জাফর আলম। উদ্বোধক ছিলেন মুনতাসির লিভিং লিমিটেডের চেয়ারম্যান এম জিয়াউর রহমান। আলোচক ছিলেন লেলাং ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরোয়ার হোসেন। এতে সংবর্ধিত অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব মাহাবুল আলম চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা জনাব শামসুল আলম। আয়োজক কমিটির আহবায়ক মোঃ হোসেন চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে নক আউট ভিত্তিক এই টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। এতে বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মনসুর আলম চৌধুরী, সহ-সভাপতি মোহাম্মদ আজম খান। উদ্বোধনী খেলায় নবজাগরণ ক্রিকেট একাদশ ও ফ্রেন্ড জুন ক্রিকেট একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে।