সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
উলিপুরে তিস্তা নদীর চরে সবুজের সমারেহ দাগনভূঞা ভূমি ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ খুলনায় মাসব্যাপী একুশে বই মেলা শুরু শেখ হাসিনাকে দেশে এনে গণহত্যার বিচার করা ছাড়া বিএনপি ঘরে ফিরবে না-মামুনুর রশীদ মামুন শাহ এমদাদীয়া অটোমোবাইল ড্রাইভিং ট্রেনিং স্কুলের সনদ বিতরণ গৌরীপুরে ডা. মুকতাদির চক্ষু হাসপাতালে স্মৃতি জাদুঘর উদ্বোধন দুপচাঁচিয়ায় কিশোর ব্যাটমিন্টনে চ্যাম্পিয়ান সজিদ-সীমান্ত ধনবাড়ীতে ব্রোকলি চাষে সাফল্য, আগ্রহ বাড়ছে কৃষকদের জনগণের সেবা নিশ্চিতে নিরলসভাবে কাজ করা একজন ইউএনও “রানীরবন্দরের ইতিহাস” গ্রন্থের মোড়ক উন্মোচন ও দিনব্যাপী সাহিত্য আড্ডা-কবি ও বিশিষ্ট লেখক লুৎফর রহমানের

শাহ এমদাদীয়া অটোমোবাইল ড্রাইভিং ট্রেনিং স্কুলের সনদ বিতরণ

জয়নাল আবেদীন সীতাকুন্ড
  • আপডেট সময় সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

সড়কে লাশের মিছিল ও দুর্ঘটনা রোধে শাহ এমদাদীয়া অটোমোবাইল ড্রাইভিং ট্রেনিং স্কুল ধারাবাহিকভাবে পেশাজীবী ও দক্ষ চালক তৈরি করে যাচ্ছে। চালকদের কোর্স শেষে উক্ত ড্রাইভিং ট্রেনিং স্কুলের আয়োজনে প্রশিক্ষণার্থীদের সমাপনী সনদ বিতরণ করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারী) বিকেলে সীতাকু- উপজেলার সীতাকু- পৌরসভার দক্ষিণ বাইপাস সংলগ্ন শাহ এমদাদীয়া অটো মোবাইল ড্রাইভিং স্কুলের কার্যালয়ে রিফ্রেশার প্রশিক্ষণ-২০২৫ ও কোর্স সমাপনী সনদ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। আলহাজ্ব আবুল হোসেনের সভাপতিত্বে এবং ইঞ্জিনিয়ার আবু জাফরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি সাংবাদিক খায়রুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুন্ড ফায়ার স্টেশনের ইনচার্জ মাচিন্দ্র লাল ত্রিপুরা, প্রশিক্ষক আব্দুল হাদী দুলাল, ইন্সট্রাক্টর আকতার হোসেন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক খাইরুল ইসলাম বলেন, একটি দুর্ঘটনা সারাজীবনের কান্না। আঞ্চলিক ও জাতীয় মহাসড়কে সচেতন হয়ে গাড়ি চালাতে হবে। বিশেষ করে দীর্ঘদিন ধরে শাহ এমদাদীয়া অটোমোবাইল ড্রাইভিং ট্রেনিং স্কুল থেকে যে ট্রাফিক সাইন শিখেছেন সেগুলো মেনে চলতে হবে। বর্তমানে ড্রাইভিং পেশায় মেধাবীদের দেখা যাচ্ছে। এতে করে মহাসড়কে চালকরা দেশে প্রচলিত সড়ক পরিবহন আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে আসবে। যার ফলে অনেক পরিবার ও স্বজনরা দুর্ঘটনার কবলে পড়বে না। এছাড়া যাত্রীদের পাশাপাশি পথচারীদের ও রাস্তা পারাপারে সচেতন হতে হবে। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন ট্রেনিং স্কুলের পরিচালক নুর উদ্দিন চৌধুরী এবং প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ইন্সট্রাক্টর আকতার হোসেন। সনদপত্র বিতরণ অনুষ্ঠানে ট্রেনিং স্কুলের অফিস সহকারী নিলুফা, স্কুলের ম্যানেজার এন্ড ফিমেল ট্রেইনার শান্তা ইসলাম সহ মিডিয়া কর্মী ও প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com