দাগনভূঞা মহাসড়ক প্রসস্ত করনের কারনে ভূমি অধিগ্রহণের আতাতুর্ক স্কুল মার্কেটের ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরন অনুষ্ঠান রবিবার ২ রা ফেব্রুয়ারী উপজেলা পরিষদ প্রাঙ্গনে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়। চেক বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার স ম আজহারুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনের সঞ্চালনায় বক্ত রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক অভিশেক দাস, এত আরো উপস্থিত ছিলেন ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, কৃষি অফিসার কামরুজ্জামান, প্রাণি সম্পদ কর্মকর্তা সুজন কান্তি শর্মা সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান গন, সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। ক্ষতিগ্রস্থ ১২ জনের মাঝে ১ লক্ষ ১৭ হাজার টাকার করে ১২ জন ক্ষতিগ্রস্থদের চেক বিতরন করা হয়।