বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০৫ পূর্বাহ্ন

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন সাকিব

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

আন্তর্জাতিক ক্রিকেটে দাপট দেখিয়ে বাংলাদেশের ক্রিকেটের পোস্টারবয় হয়েছিলেন সাকিব আল হাসান। তবে সেই সাকিব অক্রিকেটীয় কারণে আর লাল-সবুজের জার্সিতে খেলতে পারছেন না। তাইতো প্রায় ১৭ বছর পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন টাইগার অলরাউন্ডার। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিসিবি সূত্রে এ তথ্য জানা যায়। বিসিবি সূত্রে জানা গেছে, ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তির জন্য যে খসড়া করেছেন নির্বাচকরা সেখানে নেই সাকিবের নাম। আর চমক হিসেবে প্রথমবারের মতো এবারের কেন্দ্রীয় চুক্তিতে ডাক পেতে যাচ্ছেন তরুণ গতিতারকা নাহিদ রানা।
এবার তিন ফরম্যাটের কেন্দ্রীয় চুক্তির জন্য খসড়া তালিকায় রাখা হয়েছে পাঁচ ক্রিকেটারকে। যেখানে নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদের সাথে আছেন জাকের আলী অনিক। টেস্ট ও ওয়ানডের চুক্তিতে থাকছেন মুশফিকুর রহিম ও নাহিদ রানা। ওয়ানডে ও টি টোয়েন্টির চুক্তি পেতে যাচ্ছেন সৌম্য সরকার, শরিফুল ইসলাম, তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রাহমান, তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব। শুধু টেস্টের কেন্দ্রীয় চুক্তিতে থাকতে পারেন মুমিনুল হক, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম ও খালেদ আহমেদ। শুধু ওয়ানডের চুক্তিতে আছেন অন্য দু’ ফরম্যাট থেকে অবসর নেয়া মাহমুদুল্লাহ রিয়াদ। জাতীয় দলে সাম্প্রতিক সময়ে তিন ফরম্যাটে খেললেও কেন্দ্রীয় চুক্তির টেস্ট ও টি টোয়েন্টি ক্যাটাগরিতে থাকছেন হাসান মাহমুদ। টি-টোয়েন্টির চুক্তিতে থাকছেন শেখ মেহেদী হাসান ও রিশাদ হোসেন।
বিসিবি বরাবরই ফরম্যাট বিবেচনা করে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে রাখে। গতবার এই চুক্তিতে ছিলেন ২১ ক্রিকেটার। এবারো সংখ্যাটা এর আশপাশেই থাকবে বলে ধারণা করা যাচ্ছে। তবে ক্রিকেটারদের ভিন্ন ভিন্ন ফরম্যাটে দায়িত্ব বাড়াতে বা কমাতে পারে বিসিবি। এবার একটা বিশেষ ক্যটাগরি প্রস্তাব করতে যাচ্ছে নির্বাচকরা। যারা জাতীয় দলের ভিন্ন ভিন্ন ফরম্যাটে খেলছেন অথচ জায়গা পাকা নয় তাদের জন্য এই ক্যাটাগরি। এই ক্যাটাগরির জন্য প্রস্তাব করা হয়েছে নাইম হাসান, জাকির হাসান, পারভেজ ইমন, মামুদুল হাসান জয়, শামীম পাটোয়ারী ও নাসুম আহমেদের নাম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com