কালিয়া উপজেলার ১১ নম্বর পিরোলী ইউনিয়নের খড়রিয়া পোল বাজারে ফ্যাসি বাদের বিচারের দাবিতে কালিয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল পাঁচটায় বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রদলের আহ্বায়ক স.ম রাকিবুজ্জামান পাপ্পু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব সরদার তরিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স.ম ওয়াহিদুজ্জামান মিলু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাই রাব্বী কামাল, কালিয়া উপজেলা যুবদলের আহবায়ক কামাল সিদ্দিকী, কালিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব সরদার আর্মষ্ট্রং,কালিয়া উপজেলা কৃষক দলের আহবায়ক আশিকুর রহমান সুমন। মো:রবিউল ইসলাম রবি। ১১ নম্বর পিরোলী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোহাম্মদ ফেরদৌস হোসেন বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি জামির হোসেন মোল্লা , সাংগঠনিক সম্পাদক রহমত হোসেন, শাহিনুর রহমান বিশ্বাস, আলতাফ উদ্দিন আনসারী, পাঁচগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ মোল্লা, সাধারণ সম্পাদক মিজান কাজী, বাবরা হাসলা ইউনিয়ন বি এন পির সভাপতি মোহাম্মদ পিকুল হোসেন, সালামাবাদ ইউনিয়ন বিএনপি র সাধারণ সম্পাদক সর্দার শাহিনুর রহমান।বক্তারা পতীত স্বৈরাচার সরকারের বিচারের দাবি করেন। দেশে আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টি করতে চায় অন্তর্র্বতীকালীন সরকারের কাছে নৈরাজ্য কঠোর হস্তে দমন করার আহ্বান জানান।