বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন

রাঙ্গামাটিতে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোঃ আক্কাস রাঙ্গামাটি
  • আপডেট সময় বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে এই র?্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। জেলা পরিষদ সদস্য ও সরকারি গণগ্রন্থাগারের আহবায়ক মিনহাজ মুরশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য এডভোকেট লুৎফুন নেসা, রাঙ্গামাটি যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ শাহজাহান, লেখক ও গবেষক ইয়াছিন রানা সোহেল, রাঙ্গামাটি যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর নজরুল ইসলাম, বেসরকারি গ্রন্থাগার সমিতি রাঙ্গামাটি জেলা সভাপতি সাগর ত্রিপুরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাঈদা ইসলাম সাদিয়া। স্বাগত বক্তব্য রাখেন সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরীয়ান সুনীলময় চাকমা। আলোচনা সভায় বক্তারা বলেন, রাঙ্গামাটিতে ১৩টি ভাষাভাষির মানুষ বসবাস করে। এখানে একটি ভাষা ইনস্টিটিউট গড়ে তোলা হলে এখানকার বিভিন্ন ভাষাভাষির মানুষ স্ব স্ব ভাষা চর্চা করতে পারবে এবং সংরক্ষণে থাকবে। বক্তারা রাঙ্গামাটিতে একটি ভাষা ইনস্টিটিউট গড়ে তোলার দাবি জানান। আলোচনা সভায় বক্তারা আরো বলেন, আগামী প্রজন্মকে সন্ত্রাস, ইভটিজিং ও মাদকাসক্ত থেকে রক্ষা করতে তাদেরকে পাঠাগারমুখি করে গড়ে তুলতে হবে। বইয়ের সাথে বন্ধুত্ব গড়ে তুলতে পারলে বিপথগামী হওয়ার সম্ভাবনা কম থাকে। বক্তারা অভিভাবকদের তাদের সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য পাঠাগারমুখি করার অনুরোধ জানান। আলোচনা সভার পূর্বে দিনটি উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বর্ণাঢ্য একটি র‌্যালি বের হয়ে গণগ্রন্থাগারে এসে শেষ হয়। আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com