রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৪১ অপরাহ্ন

করোনা সংক্রমণ এড়াতে বন্ধ থাকার ৮ মাস পর নাটোরের ঐতিহ্যমন্ডিত দর্শনীয় স্থান উত্তরা গণভবন দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে

এনামুর রহমান চিনু নাটোর :
  • আপডেট সময় সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

করোনা সংক্রমণ এড়াতে বন্ধ থাকার ৮মাস পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে নাটোরের ঐতিহ্যমন্ডিত দর্শনীয় স্থান উত্তরা গণভবন (দিঘাপতিয়া রাজবাড়ি)। এখন থেকে আগের নিয়মেই দর্শনার্থীরা এই উত্তরা গণভবন টিকিটের বিনিময়ে পরিদর্শন করতে পারবেন। সোমবার নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ আনুষ্ঠানিক ভাবে দর্শনার্থদের জন্য উত্তরা গণভবন উন্মুক্ত করে দেন। এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারোয়ার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। খুলে দেওয়া পর পরই উত্তরা গণভবন গেটে দর্শনার্থীদের ভির জমে যায়। উত্তরা গণভবন দর্শনার্থীদের জন্য খুল দেওযায় দর্শনার্থীরা খুশি। জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ জানান, উত্তরা গণভবন (দিঘাপতিয়া রাজবাড়ি) ক্যাবিনেট ডিভিশনের অধিনে। তাদের পরামর্শ প্রাপ্তি সাপেক্ষে এবং দর্শকদের দাবীর প্রেক্ষিতে উত্তরা গণভবন দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হ’লো। তবে এক সঙ্গে ১০জনের বেশি দর্শনার্থীরা উত্তরা গণভবনে প্রবেশ করতে পারবেনা এবং স্বাস্থ্যবিধি মানতে হাত ধোয়ারও ব্যবস্থা রাখা হবে। ১০ জন দর্শনার্থী উত্তরা গণভবন দর্শন করে বের হওয়ার পর আবারও ১০ জন দর্শনার্থীকে প্রবেশের অনুমতি দেওয়া হবে। তবে বেশি সময় ধরে কোন দর্শনার্থীকে ভিতরে থাকতে দেওয়া হবে না। উল্লেখ্য করোনা সংক্রমণ এড়াতে চলতি বছরের ১৯ মার্চ থেকে ২২ নভেম্বর পর্যন্ত দর্শকশূন্য ছিল এই ঐতিহ্যমন্ডিত দর্শনীয় স্থানটি। আর এর ফলে প্রশাসনের হিসেবে উত্তরা গণভবন গত ১৯ মার্চ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত (বিগত বছরের হিসেবে দুটি ঈদ সহ) রাজস্ব হারিয়েছে ৩৯ লাখ ২০ হাজার ৭৮০ টাকার মত।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com