রংপুর অঞ্চলে গত দুই বছরে মিথুইনাইনের দাম বস্তা প্রতি বৃদ্ধি পেয়েছে আড়াই হাজার থেকে বার হাজার টাকায়, লেয়ার মুরগির বাচ্চার দাম ১৫-২০ টাকার স্থলে ৬০-৭০ টাকা, রেডিফিট প্রতি কেজি ১২টাকার স্থলে ৩৫-৪০ টাকা, ভুট্রা ১২ টাকার স্থলে ২৭ টাকা , সয়াবিন ২৬ টাকার স্থলে ৫৫ টাকা, মিটবোন মিল ৩২ টাকার স্থলে ৬৫ টাকা বৃদ্ধি হয়েছে, এসব তথ্য সম্বলিত স্মারকলিপি সোমবার পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর দিয়েছেন পীরগাছা উপজেলা পোল্ট্রি শিল্প মালিক সমিতি। এসময় উপস্থিত ছিলেন, পোল্ট্রি শিল্প মালিক সমিতি , রংপুর জেলার সাধারন সম্পাদক আরমানুর রহমান লিংখন, সহ- সভাপতি শাহসুজ্জামান খান, পীরগাছা উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম জালাল, সাধারন সম্পাদক এটিএম মোজাহিদুল ইসলাম মিলন, সাংগঠনিক সম্পাদক আবু সায়িদ শামিম , কোষাধ্যাক্ষ আনোয়ার হোসেন শাহ আলম, দপ্তর সম্পাদক, মনজুর হোসেন নয়ন, যুব বিষয়ক সম্পাদক মাহবুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক আশাদুল ইসলাম, ক্রিয়া সম্পাদক সোহেল, সদস্য আঃ মতিন, সোহাগ, বারেক, অরুন কান্তি , মোশারফ প্রমুখ।