কৃষি সমৃদ্ধি ২০২০-২০২১ অর্থ বছরের প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কৃষি পূর্ণবাসন এবং রবি ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গাজীপুরের কাপাসিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তনে ৫৮০ জন কৃষককে প্রণোদনা, ২১০ জন কৃষককে পূর্ণবাসন হিসেবে ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের মাঝে বোর ধান, গম, সরিষা, সূর্যমুখী, মসুর, খেসারি, মরিচ, টমেটো, পিয়াজ, চিনাবাদাম ও সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলজিইডি’র সাবেক প্রধান প্রকৌশলী মোঃ খলিলুর রহমান, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গাজীপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, কাপাসিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাক, কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সাখাওয়াত হোসেন প্রধান, তরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুবুর রহমান সিকদার, সনমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন মাস্টার, কড়িহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম মোড়ল সহ বিভিন্ন ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন।