শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
বগুড়া শেরপুরে আগুনে পুড়লো পঁচিশ বিঘা জমির ভুট্টা ইসলামাবাদে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন বীর মুক্তিযোদ্ধার নির্মাণাধীন দোকানে সন্ত্রাসী হামলা বাগেরহাট নানান আয়োজনে মে দিবস পালিত ভালুকা বিশেষায়িত পেঁয়াজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ কেন্দ্র উদ্বোধন বরিশালে জাতীয়তাবাদী শ্রমিকদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন কুড়িগ্রামের উলিপুরে ভুট্টা মাড়াইয়ে ব্যস্ত কৃষকেরা, দ্বিগুণ লাভের আশা নগরকান্দায় অগ্নিকান্ডে চারটি দোকান ঘর ভস্মীভূত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি না হলে গণতন্ত্রের মুক্তি হবে না-কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার গলাচিপায় পুষ্টি সমন্বয় কমিটির সভা ও জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস পালিত

ভাতাবিহীন সেই ৬প্রতিবন্ধীর পাশে জেলা প্রশাসক ও পার্বত্য প্রেসক্লাব

আব্দুল্লাহ আল মামুন খাগড়াছড়ি :
  • আপডেট সময় সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার ভূঁইয়াছড়া গ্রামের ভাতাবিহীন একই পরিবারের ৬ প্রতিবন্ধীর পাশে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস এবং পার্বত্য প্রেসক্লাব ও সবুজ পাতার দেশ। জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস নগদ ২৫ হাজার টাকার পাশাপাশি গুচ্ছগ্রাম ২য় পর্যায় প্রকল্পের অধীনে একটি সেমিপাকা গৃহ নির্মান করে দেওয়াসহ ৬ জনের সকলকে প্রতিবন্ধী ভাতার আওতায় আনার জন্য দিঘীনালা উপজেলা নিবার্হী কর্মকর্তাকে এবং প্রতিবন্ধীদের চিকিৎসার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য জেলা প্রতিবন্ধী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। সোমবার সকালে নিজ দপ্তরে প্রতিবন্ধীদের হাতে ২৫ হাজার টাকার চেক তুলে দেওয়ার সময় জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, জেলার সকল প্রতিবন্ধীকে ভাতাসহ সরকারী সকল সুযোগ সুবিধার আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া আছে। এব্যাপারে যাতে কেউ কোন আইনের ব্যত্বয় অথবা গাফিলতি করতে না পারে সে ব্যপারে সাংবাদিকদের সতর্ক দৃষ্টি রাখার আহবান জানান ডিসি। পার্বত্য প্রেসক্লাবের সাংবাদিকদের অনুসন্ধানে উঠে আসা এবং দৈনিক সবুজ পাতাসহ অনেক জাতীয় দৈনিকে ‘‘ভাতাবিহীন একই পরিবারের ৬ প্রতিবন্ধী’’ শিরোনামে সংবাদটি ভাইরাল হয়। ইতোমধ্যে ভাতাবিহীন একই পরিবারের এই ৬ প্রতিবন্ধীর বসতঘরের চালের জন্য টিন ও অন্যান্য জিনিসপত্র দিয়েছিলেন পার্বত্য প্রেসক্লাব ও সবুজ পাতার দেশ পত্রিকা পরিবার। আগামী কিছুদিনের মধ্যে তাদেরকে শীতবস্ত্রসহ জীবন ধারনের অত্যাবশ্যকীয় সরঞ্জাম প্রদানের জন্য অর্থের যোগান চলছে বলে জানিয়েছেন পার্বত্য প্রেসক্লাবের সভাপতি দেব প্রসাদ ত্রিপুরা। আর্থিক অনুদানের কার্যক্রম শেষে ৬ প্রতিবন্ধীর প্রত্যেককে সাদাছড়ি দিয়েছেন জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মো: শাহজাহান। তাছাড়া খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে ডাক্তার দেখিয়েছেন জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মো: শাহজাহান, সাংবাদিক জুলহাস উদ্দিন ও মেম্বার হেলাল উদ্দিন। রুবেলা ভাইরাস জনিত সিনড্রোম এর কারনে তারা দৃষ্টিপ্রতিবন্ধী হয়েছেন এবং সঠিক চিকিৎসা করা গেলে হয়তে দৃষ্টিশক্তি উন্নতি হতে পারে বলে মন্তব্য করেছেন ডা: আলাল উদ্দিন। প্রতিবন্ধীদের আর্থিক সহায়তার চেক হস্তান্তরের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবা কর্মকর্তা রোকেয়া বেগম, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম, পার্বত্য প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সবুজ পাতার দেশ পত্রিকার সম্পাদক জুলহাস উদ্দিন, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি সমীর মল্লিক, পার্বত্য প্রেসক্লাবের অর্থ সম্পাদক আব্দুলাহ আল মামুন, সদস্য সুজন বড়–য়া, মেরুং ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার হেলাল উদ্দিন, লোকমান হোসেন, নুর মোহাম্মদ হৃদয় প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com