ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় মেহেদি হাসান (মুন্না) ও আবু বক্কর সিদ্দিক (বিপুল) নামে ২জন ভূয়া ডিবি পুলিশকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা। এ সময় সু্যোগ বুঝে তাদের সহযোগী বিপ্লব নামে এক ভূয়া ম্যাজিস্ট্রেট পালিয়ে যায়। শুক্রবার সন্ধ্যায় উপজেলার হাজীপুর ইউনিয়নের শাশোর এলাকায় তাদের আটক করা হয়।
ভুয়া ডিবি পুলিশ সদস্য আবু বক্কর সিদ্দিক বিপুল উপজেলার ভাকুড়া ধনি পাড়া গ্রামের পল্লী চিকিৎসক আমিনুল ইসলামের ছেলে ও মেহেদি হাসান মুন্না একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান জানান, ৩ জনের একটি ভূয়া টিম ভ্রাম্যমাণ অভিযানের নামে বিভিন্ন এলাকার দোকানে দোকানে গিয়ে দোকানদারদের ভয়ভীতি় দেখিয়ে জরিমানা করে অর্থ আদায় সহ বেধড়ক মারপিট করে। এ সময় তাদের বেপরোয়া আচরণ দেখে সন্দেহজনক মনে হলে উপস্থিত জনতা তাদের আটক করে পীরগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, তাদের গ্রেপ্তার করা হয়েছে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের বিচার করা হবে।
এমআইপি/প্রিন্স/খবরপত্র