সিরাজগঞ্জের শাহজাদপুরের পূর্বাঞ্চল ও যমুনা তীরবর্তী ৪টি ইউনিয়ন হাবিবুল্লাহনগর, পোরজনা, কৈজুরি ও গালা লকডাউন ঘোষনা করা হয়েছে।
জানা যায়, গার্মেন্টস বন্ধ হবার পর বাসযোগে যাতায়াত করতে না পাড়ায় যমুনা নদী দিয়ে নৌযোগে গত কয়েকদিনে ঢাকা ও নারায়নগঞ্জ থেকে কয়েক হাজার গার্মেন্টস কর্মী তাদের নিজ বাড়ী এ অঞ্চলে প্রবেশ করে। তাই গত শুক্রবার বিকেল ৫টা থেকে উপজেলা প্রশাসন এই ৪টি ইউনিয়নকে লক ডাউন ঘোষনা করে এবং প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি করে।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা জানান, সম্প্রতি ঢাকা ও নারায়নগঞ্জ থেকে সড়ক ও নৌপথে অসংখ্য গার্মেন্টস কর্মী শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর, পোরজনা, কৈজুরি ও গালা ইউনিয়নে আগমন করায় এবং অদ্যাবধি বিভিন্ন উপায়ে আসার ধারা বন্ধ ও জনগণের স্বাস্থ্য ঝুকি বিবেচনা এবং করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে শুক্রবার বিকেল ৫টা থেকে ৪টি ইউনিয়নকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষনা করা হয়েছে। এছাড়াও এ চারটি ইউনিয়নে প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি করা হয়েছে এবং ত্রাণ সামগ্রীও বৃদ্ধি করা হবে।
এমআইপি/প্রিন্স/খবরপত্র