দেশে করোনা পরিস্থিতির কারণে নেতিবাচক প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। বাজারে পর্যাপ্ত পণ্য থাকলেও অধিকাংশ পণ্যের দাম বাড়তি।
গতকাল শনিবার উপজেলার বিভিন্ন হাট-বাজারে খোঁজ নিয়ে এমন তথ্য মিলেছে। দরিদ্র-হতদরিদ্র ও শ্রমজীবী মানুষ পড়েছে বিপাকে। বেড়েছে চাল, ডাল, আটা, মাছ-মাংস, শিশু খাদ্য সহ নিত্যপণ্যের দাম। এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা করোনা ভাইরাসকে পুঁজি করে বাড়িয়ে দিয়েছে সবধরনের প্রয়োজনীয় নিত্যপণ্যের দাম।
সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা লাগালের বাহিরে চলে গেছে। সাধারণ মানুষের দাবী বাজার মনিটরিং প্রয়োজন। সন্ধ্যা ৬ টার পর থেকে বের হওয়া নিষিদ্ধ হলেও কেউ কেউ তা মানছে না। অপ্রয়োজনে রাস্তায় ঘুড়াঘুড়ি করতে দেখা যায়। সরকারি ও বেসরকারিভাবে ত্রাণ সহায়তা দেওয়া হলেও প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
এমআইপি/প্রিন্স/খবরপত্র