করোনার প্রভাবে ঘরবন্দি কর্মহীন, অসহায় গরীব-দুঃস্থ পরিবারের মাঝে শনিবার সকালে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ইতালী রাষ্ট্রদুত আব্দুস সোবাহান সিকদারের অর্থায়নে, স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা আভাস’র আর্থিক সহায়তায় এবং এইড’র আয়োজনে জেলার উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা ও রামেরকাঠী গ্রামের ৪৫টি পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শোলক ইউনিয়ন পরিষদের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করেন শোলক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী হুমায়ন কবির, এইড’র নির্বাহী পরিচালক প্রেমানন্দ ঘরামী, আভাস’র প্রজেক্ট অফিসার মো: আলী আহ্সান, মোঃ জাকির হোসেন, ইউপি সচিব মোঃ জাহাঙ্গির হোসেন, ইউপি সদস্য মোঃ আবুল কালাম আজাদ, এইড’র উপজেলা সমন্বয়কারী জয়দেব চক্রবর্তী, সাংবাদিক হাসান মাহামুদ প্রমূখ।
কর্মহীন ও অসহায় ৪৫টি পরিবারের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে ৫ কেজি করে চাল, ২ কেজি আলু, ১ কেজি সয়াবিন তেল, ২ কেজি মশুরের ডাল, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি লবন ও একটি করে সাবান বিতরণ করা হয়।
এমআইপি/প্রিন্স/খবরপত্র