ভোলার লালমোহনের বদরপুর ইউনিয়নের ইউপি মেম্বারের বসত ঘরের মাটির নিচ থেকে সরকারি চাল উদ্ধার করেছে লালমোহন থানা পুলিশ।
রোববার সকালে ৯৯৯ এ কল পেয়ে লালমোহন থানা পুলিশ বদরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার জুয়েলের ঘরের খাটের নিচে মাটি খুঁড়ে সাত বস্তা চাল উদ্ধার করে। এসব চাল সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির। ইউপি মেম্বার জুয়েল আত্নগোপন করলে তারা বাবা সাবেক মেম্বার নান্নুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।
লালমোহন থানার ওসি মীর খাইরুল কবির জনান, বোরবার সকাল ৬ টায় ট্রিপল নাইনে ফোন পাই বদরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার জুয়েলের ঘরে মাটির নিছে চাল লুকিয়ে রাখা হয়েছে। পরে আমরা ওই বাড়িতে অভিযান চালাই। এসময় মেম্বার জুয়েলের ঘরের খাটের নিচ থেকে মাটি খুরে ৫ বস্তা ও ঘরের পিছন থেকে আরো ২ বস্তা চাল উদ্ধার করা হয়।
জুয়েলকে না পেয়ে তার বাবা নান্নু কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এছাড়া সরকারি খাদ্য অধিদপ্তরের নাম লেখা ৭ টি খালা বস্তা ও ৭ টি খাদ্য বান্ধব কর্মসূচির কার্ড পাওয়া যায় ওই ঘরে।
জানা গেছে, একদিন আগে একই ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মেম্বার ওমর এর এলাকা থেকে বিভিন্ন বাড়ি ও স্ব-মিলে লুকিয়ে রাখা ১৫ বস্তা চাল উদ্ধার করা হয়। ওই ঘটনায় ইউপি চেয়ারম্যান ফরিদ তালুকদার, তার বাতিজা ইউপি মেম্বার ওমর সহ ৪ জনকে আসামি করে মামলা হয়। মেম্বার ওমরকে পুলিশ গ্রেফতার করলে আদালত জেলে পাঠানোর নির্দেশ দেয়।
এমআইপি/প্রিন্স/খবরপত্র