বকশীগঞ্জে মুক্তিযুদ্ধের সময় অবিস্ফোরিত দুটি মর্টার শেল ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার বিকালে বকশীগঞ্জ থানার সামনে মর্টার শেল দুটি ধ্বংস করা হয়। বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম স¤্রাটের উপস্থিতিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের বোমা বিস্ফোরক ইউনিটের ৫ সদস্যের একটি দল মর্টার শেল দুটি ধ্বংস করেন। টিমের নেতৃত্ব দেন ইন্সপেক্টর আজিজুল হক। ধারনা করা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় পাকিস্থানি বাহিনীর ব্যবহৃত মর্টার শেল দুটি অবিস্ফোরিত রয়ে যায় এবং শেল দুটি সচল ছিলো। বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম স¤্রাট জানান,গত বছরের ৪ মার্চ উপজেলার সূর্যনগর এলাকা থেকে প্রায় ২০ কেজি ওজনের অবিস্ফোরিত মর্টার শেল দুটি উদ্ধার করা হয়। উদ্ধারের নয় মাস পর মর্টার শেল দুটি ধ্বংস করা হয়। এ সময় আশ পাশের সড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। বিকট শব্দে বিস্ফোরিত হয় মর্টার শেল দুটি।