রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:১৪ অপরাহ্ন

টার্গেট ছাড়িয়ে ১৫২ কোটি টাকা রাজস্ব আদায় হিলি স্থলবন্দরে

মোসলেম উদ্দিন হিলি (দিনাজপুর) :
  • আপডেট সময় বুধবার, ৬ জানুয়ারী, ২০২১

জাতীয় রাজস্ব বোর্ড (এনবি আর)’র বেঁধে দেয়া লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ২০২০-২১ অর্থবছরের গত ৬ মাসে দিনাজপুরের হিলি স্থলবন্দরে রাজস্ব আদায় হয়েছে ১৫২ কোটি ২৭ লাখ ৯৩ হাজার টাকা। যার লক্ষ্যমাত্রা ছিলো ১৩২ কোটি ৮৮ লাখ টাকা। বিষয়টি জানিয়েছেন হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার সাইদুল আলম। বুধবার (৬ জানুয়ারি) দুপুরে তিনি বলেন, ২০২০-২১ অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এবন্দর থেকে সর্বমোট রাজস্ব আদায় হয়েছে ১৫২ কোটি ২৭ লাখ ৯৩ হাজার টাকা। লক্ষ্যমাত্রা ছিলো ১৩২ কোটি ৮৮ লাখ টাকা। লক্ষ্যমাত্রার চেয়ে ৬ মাসে বন্দর থেকে প্রায় ২০ কোটি (১৫%) রাজস্ব বেশি আদায় হয়েছে। তিনি আরও বলেন, গত অর্থবছরে একই সময় এবন্দরে রাজস্ব আদায় ছিলো ৮৮ কোটি ৯৭ লাখ টাকা। সেই হিসেবে করোনা চলাকালীন গত অর্থবছরের তুলোনায় এই অর্থবছরে দুঃসময়েও রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে ৭১%। ডেপুটি কমিশনার বলেন, ডিসেম্বর মাসে হিলি বন্দরে পাথর আমদানি হয়েছে ১ লাখ ৮৪ হাজার ২১৭ মেট্রিকটন। আর তা থেকে রাজস্ব এসেছে ১২ কোটি ৬৭ লাখ ৪৪ হাজার ৬১৩ টাকা। ডিসেম্বরে মোট রাজস্ব আদায় হয়েছে ২২ কোটি ২১ লাখ ১ হাজার ৫৬৮ টাকা। হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি সহ সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com