কুড়িগ্রামের চরাঞ্চলে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল ও সোয়েটার বিতরণ করেছে এসএসসি ১৯৯৫ ব্যাচের শিক্ষার্থীরা। গতকাল জেলার উলিপুর উপজেলার বুড়াবুড়ি, বেগমগন্জ, সাহেবের আলগা, গুনাইগাছ ইউনিয়নের বয়স্ক বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে ১৮শ কম্বল ও সোয়েটার বিতারণ করা হয়েছে। ঢাকাসহ দেশের ১৯৯৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের ব্যক্তিগত অর্থায়নে সারাদেশের ন্যায় কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ১৯৯৫ ব্যাচের ঢাকার শিক্ষার্থী এহতেশাম সাইমুম, মুবিন উদ্দিন জুয়েল, স্থানীয় শিক্ষার্থী যাবের ইবনে হুদা, শামীম হায়দার, হাসান পলাশ, আব্দুর রশিদ তুহিন, নাফে চন্দন, কাঠালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রেদওয়ানুল হক দুলাল, বেগমগন্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলাল হোসেনসহ অন্যান্যরা।