শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৩৫ অপরাহ্ন

কেশরহাটে নৌকার সঙ্গে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রুস্তমের একাত্মতা ঘোষণা

কামাল ইয়াসীন রাজশাহী :
  • আপডেট সময় রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১

অবশেষে নৌকা মার্কা প্রতিককে সমর্থন জানিয়েছেন (নারিকেল গাছ) প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মোহনপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাউন্সিলর (প্যানেল মেয়র) রুস্তম আলী প্রামাণিক। এতে করে কেশরহাট পৌরসভা নির্বাচনে নিশ্চিত ভাবে নৌকা বিজয়ের দাবী জানিয়েছে পৌরবাসী। ইতোমধ্যে দলীয় মনোনয়ন ও প্রতিক বরাদ্দের পর জনসমর্থনে সর্বাত্মক চাঙ্গা ছিলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র শহিদুজ্জামানের নির্বাচনী মাঠ। গত শনিবার রাতে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে নৌকার সঙ্গে একাত্মতা ঘোষনা করেন তিনি। উল্লেখ্য, আসন্ন ৩০ জানুয়ারি ২০২১ কেশরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের ৪জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ হিসেবে গণ্য হয়। কিন্তু প্রতিক বরাদ্দের পর রুস্তম আলী প্রামানিক ব্যতিত অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা আস্তে আস্তে তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন। জনপ্রিতার কারণে দ্রুত চাঙ্গা হয়ে উঠেছে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শহিদুজ্জামানের নির্বাচনী মাঠ। এজন্য নৌকার বিজয় হবে বলে জানিয়েছে পৌরবাসী। রুস্তম আলী প্রামাণিক দীর্ঘদিন ধরে আওয়ামীলীগের রাজনীতিতে নানা বির্তক কাঁধে নিয়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি বর্তমানে উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি এবং কেশরহাট পৌরসভার কাউন্সিলর হিসেবে (১নং প্যানেল মেয়র) দায়িত্ব পালন করে আসছেন। আগামি ৩০ জানুয়ারি পৌরসভা নির্বাচনে কেশরহাট পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে তিনি আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশি ছিলেন। দলীয় সিদ্ধান্তনুযায়ী নৌকা প্রতিক পান বর্তমান মেয়র শহিদুজ্জামান। অন্যদিকে প্রাথমিক ভাবে আওয়ামী লীগের নির্দেশ অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারিকেল প্রতিক নিয়ে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছিলেন। পরবর্তীতে দলীয় ভাবে তাকে নৌকাকে সমর্থন জানানোর প্রস্তাব দেয়া হয়। কিন্তু নির্বাচনে অংশ নিতে একাট্টা ছিলেন। অবশেষে গতকাল শনিবার রাতে কেশরহাট উচ্চবিদ্যালয় চত্ত্বরে আয়োজিত নারিকেল গাছ প্রতিকের কর্মিসভায় রুস্তম আলী প্রামাণিক তিনি তার নেতাকর্মিদের মতামতের ভিত্তিত্বে সাংসদ আয়েন উদ্দিনের হাতে হাত রেখে নৌকা প্রতিককে সমর্থন জানিয়ে একাত্মতা ঘোষনা দেন। রুস্তম আলীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পৌরবাসী। এসময় আরো উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, কেশরহাট পৌর আওয়ামীলীগের সভাপতি শাহেদুজ্জামান মুক্তা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাস্টারসহ উপজেলা ও পৌর আওয়ামীলীগ ও অঙ্গসংসংগঠনের নেতৃবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com