সম্প্রতি আইসিসি ঘোষিত দশক সেরা ওয়ানডে দলে স্থান পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার তার স্বীকৃতি হিসেবে বহুল কাক্সিক্ষত টুপি (ক্যাপ) পেয়েছেন সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই নীল রঙের টুপি পড়ে ছবি প্রকাশ করেছেন সাকিব। গতকাল রবিবার (১৭ জানুয়ারি) নিজের অফিশিয়াল ফেসবুক আইডি থেকে সেই ক্যাপ পরে একটি ছবি পোস্ট করেছেন এই বাঁহাতি অলরাউন্ডার। ছবির ক্যাপশনে সাকিব লিখেছেন, অবশেষে পেলাম ক্যাপটি।
দশক সেরা ওয়ানডে দলে রয়েছেন রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, সাকিব আল হাসান, মাহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বেন স্টোকস, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, ইমরান তাহির, লাসিথ মালিঙ্গা। আইসিসির ভোটিং একাডেমির সাংবাদিক ও সম্প্রচারকদের ভোটে দশক সেরা দল নির্বাচিত করা হয়েছে। ২০১০ সালের পহেলা জানুয়ারি থেকে ২০২০ সালের ৭ অক্টোবর পর্যন্ত পারফরম্যান্সের ভিত্তিতে এ দল নির্বাচন করা হয়।
উইন্ডিজ সিরিজে সাকিবদের বিশেষ জার্সি: দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। ২০ জানুয়ারি প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে যাত্রা। প্রস্তুত বাংলাদেশ, প্রস্তুত সফরকারী ওয়েস্ট ইন্ডিজও। আসন্ন এই সিরিজে বিশেষ জার্সিতে দেখা যাবে সাকিব-মাহমুদউল্লাহদের। চলছে মুজিব বর্ষ। আবার আগামী ২৬ মার্চ স্বাধীনতার ৫০ বছর পূর্ণ হবে বাংলাদেশের। দুইয়ের সম্মিলনের আবহ ফুটে উঠবে জার্সিতে।
বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান এ প্রসঙ্গে বলেন, ‘পুরো দেশবাসীর মত আমাদের ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়রা এই উপলক্ষে সম্পৃক্ত হতে যাচ্ছি। এটা আমাদের জন্য একটি বিশেষ উপলক্ষ। যেহেতু আমাদের স্বাধীনতার ৫০ বছর। সেটা উদযাপন করার জন্য আমরা জার্সির কথাটা মাথায় রেখেছি।’
তিনি আরো বলেন, ‘জার্সিটা কিন্তু আমরা আমাদের জাতীয় পতাকার মত করেছি, সবুজ এবং লাল দিয়ে করা। এখানে অন্য কোন রং নেই। আমাদের পতাকায় লাল সূর্যটা যেভাবে আছে সেটা ওখানে তুলে ধরেছি। তুলে ধরেছি আমাদের মুক্তিযুদ্ধের পর আমাদের মুক্তিযোদ্ধা ভাইয়েরা যেভাবে উল্লাস করেছে, যেভাবে স্বাধীনতার উদযাপন করেছে সেটা এবং তার সাথে আমাদের যে স্মৃতিসৌধ আছে ওটাও আমরা ওখানে তুলে ধরেছি। আশা করছি আপনাদের সবারই এটা ভাল লাগবে।’