রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:২৯ অপরাহ্ন

টঙ্গীতে হোমিওপ্যাথিক ফ্রি চিকিৎসা ক্যাম্পেইন ও কম্বল বিতরণ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ২০ জানুয়ারী, ২০২১

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ইমোউনিটি বুস্টার হিসেবে ব্যবহৃত হোমিওপ্যাথিক ঔষধ ফ্রি বিতরণ ও প্রতিবন্ধী হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান। গতকাল বুধবার টঙ্গী পশ্চিম থানা বড় দেওড়া সিংবাড়ি এলাকায় বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদের সিনিয়র সহ সভাপতি নূরু সরকারের সভাপতিত্বে এবং টঙ্গী কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাতিমের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। চিকিৎসা ক্যাম্পেইনে হোমিও চিকিৎসা সেবা প্রদান করেন ডাক্তার মো: দুলাল হোসেন, ডাক্তার মো: শাহিন তরফদার, ডাক্তার মো: ইকতিয়ার উদ্দিন, ডাক্তার মো: সফিউল ইসলাম, ডাক্তার মো: রাকিব সরকার জনি, ডাক্তার আমেনা বেগম বিজলী, ডাক্তার মো: মোশারফ হোসেন, ডাক্তার মো: রাসেল খান, ডাক্তার মর্জিনা আক্তার, ডাক্তার কে এম রেজাউল করিম, ডাক্তার মো: বিল্লাল হোসেন। এ সময় চিকিৎসকগণ হোমিওপ্যাথিক চিকিৎসার উপকারিতার দিক নিয়ে নানা বিষয় আলোচনা করেন। ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক মো: মোস্তফা কামাল হুমায়ুন হিমু। প্রধান আলোচ্যক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রলীগের সহ সভাপতি রাজিব হায়দার সাদিম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল আলীম, জয়নাল আবেদীন, ওয়াজ উদ্দিন, রেহাজ উদ্দিন, রাকিব হাসান জসিম, হাবিবুর রহমান সিমান্ত, আজিজ রানা, উসমান গণি, আব্দুস সালাম মাতাব্বর, এনামুল হক এলেম মিয়া, সেলিম তালুকদার, সোহেল রানা, আবু সাঈদ মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য সচিব মো: কামাল হোসেন, আওয়ামীলীগ নেতা আক্তার হোসেন দুদু প্রমুখ। আলোচনা সভা শেষে হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ, সাংবাদিক ও মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে ক্রেস্ট প্রদান করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com