রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৪৩ অপরাহ্ন

মতলব উত্তরে ৭ স্থানে ৩ দিনব্যাপী ১৪৪ ধারা জারি: শান্তিপূর্ণভাবে প্রথম দিন অতিবাহিত

জাকির হোসেন বাদশা মতলব (চাঁদপুর) :
  • আপডেট সময় শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৭টি স্থানে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এবং বর্তমান সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুলের সমর্থকরা একই স্থানে একই সময়ে রাজনৈতিক সভা আহ্বান করায় মতলব উত্তর থানার ওসির আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ৭টি পয়েন্টে ১৪৪ ধারা জারি করেন। ১৪৪ ধারা জারিকৃত এলাকাগুলো হলো- বাংলাবাজার বেরীবাঁধ মোড়, মোহনপুর, ফতেপুর, একলাশপুর, দশানী, আমিরাবাদ, মতলব দক্ষিণ ব্রিজের উত্তর পাড়। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ৬টা থেকে ১৪৪ ধারা কার্যকর শুরু হয়। প্রাথমিকভাবে ৩ দিনের জন্য ওইসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। উপজেলার ৭টি স্থান ঘুরে দেখা গেছে, প্রতিটি স্থানে ম্যাজিষ্ট্রেট ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে অতিবাহিত হল প্রথম দিন। কোনরকম অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নেহাশীষ দাশ জানান, বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। আইন-শৃঙ্খলা অবনতির আশংকায় উপজেলার ৭টি এলাকায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান জানান, একই সময়ে একই সময়ে দু’জন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার পক্ষে সভা আহ্বান করায় শান্তি-শৃঙ্খলা বিঘœ ও সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতলব উত্তর থানার ওসির আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ৭টি স্পটে ১৪৪ ধারা জারি করেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com