সোমবার, ০৬ মে ২০২৪, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম ::
দিল্লি বিমানবন্দরে বাংলাদেশী গার্মেন্টসের রফতানি বাড়ায় ভারতীয়দের আপত্তি নকলায় বিএনপির ৪ নেতানেত্রীকে বহিষ্কার পালিয়ে বাংলাদেশে এলেন আরও ৮৮ বিজিপি সদস্য ১২ দিনে পানিতে ডুবে ১২ শিশুর মৃত্যু অর্থবছরের ছয় মাসে রাজস্ব আহরণ প্রায় ১৪ শতাংশ বেড়েছে: অর্থমন্ত্রী চাঁদপুর সেচ প্রকল্প বাঁধের মাটি ইটভাটায় ব্যবহারের অভিযোগ বরিশালে ৮ ঘন্টা বন্ধ থাকার পর অভ্যন্তরীন ও দুরপাল্লার বাস চলাচল শুরু : অতিরিক্ত পুলিশ মোতায়েন আপনাদের সহায়তায় সুস্থ জীবন চাই শ্রীমঙ্গলে সদ্যপ্রতিষ্ঠিত নূরে মদিনা মাদরাসার শিক্ষা কার্যক্রম পরিচালনা ও লেখাপড়ার মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা ফুলপুরে চেয়ারম্যান প্রার্থী হাবিবের মিছিল

শপথ নিলেন সীতাকুন্ড পৌর মেয়রসহ ১২ কাউন্সিলর

এম কে মনির সীতাকুণ্ড :
  • আপডেট সময় শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১

শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে শেষ হয় প্রথম ধাপের পৌরসভা নির্বাচনে চট্টগ্রামের একমাত্র পৌরসভা সীতাকুণ্ড পৌরসভার নির্বাচন। ২৮ ডিসেম্বর সমাপ্ত হওয়া এই নির্বাচনে সীতাকুণ্ড পৌরসভায় জয়লাভ করেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম। পৌরসভার ৯ টি ওয়ার্ডের ১টি ব্যতিত বাকি সকল ওয়ার্ডে সাধারণ ও সংরক্ষিত আসনে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলররা জয়লাভ করেন। গতকাল আনুষ্ঠানিকভাবে শপথ নেন নবনির্বাচিত মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরগণ। বৃহস্পতিবার বিকাল ৪ টায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় ভবনে শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ এনডিসি। এসময় শপথ নেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, ১নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ২ নং ওয়ার্ড কাউন্সিলর বদিউল আলম জসিম, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর শামসুল ইসলাম আজাদ, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর হারাধন চৌধুরী বাবু, ৫নং ওয়ার্ড কাউন্সিলর শফিউল আলম চৌধুরী মুরাদ, ৬নং ওয়ার্ড কাউন্সিলর দিদারুল আলম এ্যাপোলো, ৭নং ওয়ার্ড কাউন্সিলর ফজলে এলাহী পায়েল, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান, ৯নং ওয়ার্ড কাউন্সিলর জুলফিকার আলি মাসুদ শামীম। আরো শপথ নেন ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর আনোয়ারা বেগম,৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর কামরুন নাহার কাকলী ও ৭,৮,৯ নং ওয়ার্ডের কাউন্সিলর খালেদা আক্তার। শপথ পরবর্তী পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম খবরপত্রকে বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে দ্বিতীয় বারের ন্যায় নৌকা প্রতীক দিয়েছেন। প্রথম বারের মতো ইভিএম পদ্ধতিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। আমি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিপুল ভোটে জয়লাভ করি। ২১ জানুয়ারি চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে আমিসহ পৌরসভার নব নির্বাচিত কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ। আমাদের পৌরসভার নতুন প্যানেলে ৪ জন নতুন এবং ৮ নং পুরাতন কাউন্সিলর রয়েছে। আশা করি আগামী পাঁচ বছর নবীন- প্রবীণের সমন্বিত দক্ষ এই প্যানেল নিয়ে আমার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে পারবো এবং উন্নয়নের অগ্রযাত্রায় সীতাকু- পৌরসভাকে আরো এগিয়ে নিতে পারবো। ৬নং ওয়ার্ড কাউন্সিলর দিদারুল আলম এ্যাপোলো জানান, আমাদের শপথ জনগণকে সেবার করার শপথ। অতিতে জনগণের সুখে দুঃখে পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। বিগত সময়ের অসমাপ্ত কাজ শেষ করতে পারবো ইনশাআল্লাহ। ৬ নং ওয়ার্ডের জনসাধারণের সকল সমস্যা সমাধান, শিক্ষার অগ্রগতি ও উন্নয়নে কাজ করবো। এসময় তিনি ৬ নং ওয়ার্ডকে মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ ও জলাবদ্ধতামুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তোলার কথা দৃঢ়ভাবে তুলে ধরেন। পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর ফজলে এলাহী পায়েল খবরপত্রকে বলেন, প্রথম বারের মতো কাউন্সিলর পদে নির্বাচন করেছি। এ ওয়ার্ডের জনগণ আমাকে ভালোবেসে জয়যুক্ত করেছে। আমি তাদের সেই ভালোবাসার মূল্য প্রতি অক্ষরে অক্ষরে দিয়ে যাবো। বিশেষ করে ওয়ার্ডকে মাদকসেবী, মাদককারবারী ও চাঁদাবাজ মুক্ত করতে আমি বদ্ধপরিকর। আমার দৃঢ় বিশ্বাস আমি জনগণকে সাথে নিয়ে মাদক, চাঁদাবাজি দূর করে আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে পারবো। কাউন্সিলর নয় ৭ নং ওয়ার্ডের জনগণের বন্ধু হয়ে মুখপাত্র হিসেবে কাজ করবো। এসময় তিনি ৭ নং ওয়ার্ডকে ঢেলে সাজানোর কথাও জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com