আর মাত্র কয়েক দিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জলঢাকা পৌর নির্বাচন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই জনগণের মধ্যে নির্বাচনী আমেজ বাড়ছে।নির্বাচনকে ঘিরে পৌর শহরে ছেয়ে গেছে পোস্টার আর পোস্টারে। শহরের বিভিন্ন পয়েন্ট, অলিগলি, পাড়া-মহল্লায় প্রার্থীদের সাদাকোলো বিভিন্ন ডিজাইনের পোস্টার টাঙানো হয়েছে। ৯টি ওয়ার্ড নিয়ে পৌরসভা গঠিত। অন্য সময়ে মেয়র প্রার্থীদের নির্বাচন জমে উঠলেও এ বছর সম্পূর্ণ অন্য ধরনের এক আমেজ বইছে পৌর শহরে। মেয়র প্রার্থীদের চেয়ে কাউন্সিলরদের প্রচারণা যেমন জমেছে বেশি তেমনি পুরো শহরে কাউন্সিলর প্রার্থীদের লিফলেট ও পোস্টারের ছড়াছড়ি।ওয়ার্ডের এমন কোনো সড়ক নেই যা রয়েছে পোস্টার ছাড়া। কার চেয়ে কে বেশি পোস্টার লাগাবে-তা নিয়ে যেন চলছে প্রতিযোগিতা। ২নং ওয়ার্ডের ভোটার রিপন (দুলাল) দৈনিক খবরপত্রকে বলেন, পোস্টার আমাদের ওয়ার্ডেই বেশি লাগানো হয়েছে। বিরক্ত লাগে আবার ভালোও লাগে, মনে হয় কাগজের উৎসব চলছে। মাইক দিয়ে প্রচারণার চেয়ে পোস্টারই ভালো। ভোটার পবিত্র বলেন, আসলেই অন্য নির্বাচনের চেয়ে এ নির্বাচনটা অনেক জমে উঠেছে। পুরো শহর পোস্টারে ছেয়ে গেছে। অপেক্ষায় আছি কখন জানুয়ারী ৩০ তারিখ আসবে, আর নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিব।এছারা উপজেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী এবার রাজনৈতিক প্রধান দুই দলের (৬) জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। (৪২) জন সাধারণ কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী হয়ে (১৯) জন প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানা যায়।