কুঁচকির টানে সাকিব আল হাসান নিজের বোলিং শেষ না করে ফেরেন সাজঘরে। এরপর আর মাঠে ফেরা হয়নি। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার স্বাদ নিয়েছেন সাজঘরে বসে। ম্যাচ শেষে গণমাধ্যমে সাকিব জানিয়েছেন, ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন তিনি। এরপর নিজের চোট সম্পর্কে জানাতে পারবেন।
৩-০ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের পর সাকিবকে মাঠে নামতে হয়েছিল। অলরাউন্ড নৈপুণ্যে সিরিজের সেরা পারফর্মার তিনি। ১১৩ রান ও ৬ উইকেট পেয়েছেন। ষষ্ঠবারের মতো সিরিজ সেরা পুরস্কার নিয়ে সাকিব বলেন, ‘আসলে এটা (চোট) নিয়ে এখন আমি বলতে পারবো না। তবে এখন যে পরিস্থিতি দেখছি, তাতে ভালো মনে হচ্ছে না। ২৪ ঘণ্টার আগ পর্যন্ত কিছুই বলা সম্ভব না। তবে এই মুহূর্তে খুব একটা ভালো মনে হচ্ছে না।’বাঁহাতি স্পিনারের পঞ্চম ওভারের চতুর্থ বল লং অনে পাঠিয়ে এক রান নেন জাহমার হ্যামিল্টন। ওই বল তাড়া করতে গিয়ে কুঁচকিতে টান পড়ে সাকিবের। ওভার শেষ করতে আরও একটি বল করেন। কিন্তু পঞ্চম বল করার পরপরই মাটিতে লুটিয়ে পড়েন। ফিজিও জুলিয়ান কেলাফতে দ্রুত মাঠে ঢোকেন। সাকিবকে পর্যবেক্ষণ করে ব্যথা কমাতে দুই-একটি কাজ করতে বলেন। কিন্তু সেগুলো করেও সাকিব স্বস্তিতে ছিলেন না। চোখে-মুখে ছিল যন্ত্রণা আর অস্বস্তির ছাপ। এরপর সাকিব নিজে হেঁটে মাঠ ত্যাগ করেন।
সাকিবের ওই ওভারের শেষ বলটি করেন সৌম্য সরকার। সাকিব পুরস্কার নিতে এসেছিলেন খুঁড়িয়ে-খুঁড়িয়ে। ব্যথায় স্বাচ্ছন্দ্যে হাঁটতে পারছিলেন না তিনি। তবে দলের পারফরম্যান্স ও সিরিজ জয়ে তৃপ্ত সাকিব, ‘যেভাবে সিরিজটা শেষ হলো, খুবই খুশি। শেষ ম্যাচে পুরোটা সময় মাঠে থাকতে পারলে আরও ভালো লাগতো। পুরো সিরিজে এটাই একমাত্র হতাশা। তাছাড়া ব্যাটিং-বোলিং সব মিলিয়ে খুশি।’