সমাজ থেকে অন্যায় অনাচার অশ্লীলতা দূর করতে সাংস্কৃতিক কর্মীদের আরো কর্মতৎপর হতে হবে। আরএজন্য দক্ষতা বাড়ানোর বিকল্প নেই। দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের বিকল্প নেই। গত ২৯ জানুয়ারি স্বর্ণদ্বীপে বাংলাদেশ কালচারাল একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত শিক্ষাসফরে মূখ্যআলোচনায় বিসিএর সভাপতি শরীফ বায়জীদ মাহমুদ এ কথা বলেন।
শিক্ষাসফরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএসকে’র সভাপতি কবি ও গীতিকার আবু তাহের বেলাল, বিসিএর সহসভাপতি সবুজ চৌধুরী, আবেদুর রহমান সেক্রেটারি ইবরাহীম বাহারী, সহ সেক্রেটারি সালাউদ্দিন ভুঁইয়া, শিল্পী তোফাজ্জল হোসেনে খান, সাহিত্য-সম্পাদক কবি শহীদ সিরাজী, কার্টুনিস্ট ইব্রাহিম মন্ডল, কবি আমিনুল ইসলাম, শিল্পী হাসানাত আব্দুল কাদের প্রমুখ। অনুষ্ঠানটি নবীন-প্রবীণ সাংস্কৃতিক কর্মীদের বর্ণাঢ্য পরিবেশনায় মুখরিত হয়ে ওঠেছিল। প্রেসবিজ্ঞপ্তি