সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৫৪ পূর্বাহ্ন

কোটালীপাড়ায় লাইভস্টক সার্ভিস প্রোভাইডারদের ২১ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে এবং বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) এর বাস্তবায়ণে লাইভস্টক সার্ভিস প্রোভাইডারদের ২১ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলার বাপার্ড হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. আব্দুল জব্বার শিকদার ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ প্রশিক্ষণটির উদ্বোধন করেন। বাপার্ড এর মহাপরিচালক ও অতিরিক্ত সচিব শেখ মো: মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বাপার্ডের প্রকল্প পরিচালক মাহামুদুন্নবী, উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ তোজাম্মেল হক, মো: আব্দুল গনি মিনা, মোর্শেদ হাসান মোস্তফা বক্তব্য রাখেন। প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণে দেশের বিভিন্ন জেলার ৮০জন লাইভস্টক সার্ভিস প্রোভাইডার অংশগ্রহণ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com