মঙ্গলবার, ২১ মে ২০২৪, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
ভোটার উপস্থিতি নিয়ে কমিশন ভাবছে না: ইসি আলমগীর বাণিজ্য প্রতিমন্ত্রীকে কঠোরভাবে বাজার তদারকির নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী কিশোরগঞ্জে লিচুগ্রামে লিচুর খরা ডিপজলের সম্পাদক পদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে ভুল তথ্য দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী : ওবায়দুল কাদের ব্যাটারিচালিত রিকশা কোথায় কীভাবে চলবে নির্দেশনার পর ব্যবস্থা: ডিএমপি টানা সাত কার্যদিবস পতনে শেয়ারবাজার ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হলেন পরমাণু আলোচক বাঘেরি ইব্রাহিম রাইসির উত্তরসূরি কে এই মোহাম্মদ মোখবের

নেত্রকোনায় ৬ পোশাককর্মী করোনায় আক্রান্ত

খবরপত্র অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

নেত্রকোনায় আরও ছয় পোশাককর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে গত পাঁচ দিনের ব্যবধানে মোট ১১ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৯ জন পোশাককর্মী, একজন নার্স ও একজন এনজিওকর্মী। মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে পরীক্ষায় ওই পোশাককর্মীদের শরীরে কোভিড-১৯ ধরা পড়ে।

নতুন আক্রান্ত রোগীদের মধ্যে পাঁচজনের বাড়ি বারহাট্টা উপজেলার দেওপুর গ্রামে ও একজনের বাড়ি চাঁনপুর গ্রামে। তারা প্রত্যেকেই নারায়ণগঞ্জের একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন। তিন দিন আগে কর্মস্থল থেকে নিজ বাড়িতে আসেন। এরপর থেকে জ্বর, সর্দি, গলাব্যথা ও শ্বাসকষ্ট দেখা দিলে সোমবার চিকিৎকরা তাদের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে পরীক্ষার জন্য পাঠায়।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় করোনায় আক্রান্তের খবর পাওয়ার পরই জেলা প্রশাসনের পক্ষ থেকে দাসপাড়া গ্রামটি লকডাউন করে দেওয়া হয়। অবশ্য সোমবার দুপুর থেকেই জেলা প্রশাসক মঈনউল ইসলাম পুরো জেলাকেই লকডাউন ঘোষণা করেন।

জেলা প্রশাসক মঈনউল ইসলাম বলেন, নেত্রকোনায় নতুন করে আরও ছয়জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট ১১ জন করোনায় আক্রান্ত হলেন।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com