গাইবান্ধার পলাশবাড়ীসহ গাইবান্ধা, সাদুল্লাপুর, পীরগঞ্জ ও রংপুর অঞ্চলে প্রচন্ড শীত, ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত এক সপ্তাহের অধিক সময় ধরে দিনরাত ২৪ ঘন্টায় একাকার হয়ে বইছে শৈত্য প্রবাহ। ফলে শীতের কারণে গরীব সাধারণ মানুষ কাজ কর্মে যেতে পারছেনা। তাছাড়াও প্রচন্ড শীতের কারণে দেখা দিয়েছে জ¦র, সর্দি, আমাশয় ও পানিবাহিত রোগ। শিশুদের নিউমোনিয়াসহ জ¦র সর্দি কাশি। দিনের বেলায়ও সূর্যের আলোর দেখা মিলছেনা। গরীব সাধারণ মানুষরা খড়কুটা জ¦ালিয়ে সকাল থেকে রাত পর্যন্ত শীত নিবারন করছে। সরকারী ও বেসরকারীভাবে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা হিসেবের তুলনায় অপ্রতুল। বিশেষ করে শীতের কারণে সন্ধ্যার পর থেকেই হাট-বাজার ও শহর-বন্দর ফাঁকা হয়ে যায়। গতকাল রোববার ছিল সব থেকে বেশী শীত। দিন দুপুরেও আগুন জ্বালিয়ে শীত নিবারন করতে দেখা গেছে, পলাশবাড়ী চৌমাথার কুলি শ্রমিকসহ সাধারণ মানুষদের। পলাশবাড়ী হাসপাতালের আউটডোর এবং ইনডোরে শীত জনিত রোগী ভর্তিরও হিরিক পড়েছে বলে ভূক্তভোগীদের সূত্রে জানা গেছে।