সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৪৮ পূর্বাহ্ন

ভারতে পাচারের সময় ধরা পড়লো ৩৬টি বিদেশি হাঁস

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

যশোর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৩৬টি হাঁস উদ্ধার করেছে পুলিশ। এগুলো গ্রিনল্যান্ডের সাদা ফ্রন্টেড জাতের। এসময় পাচারের সঙ্গে জড়িত তিন যুবককে আটক করা হয়। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম গতকাল শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানান, ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঘারপাড়া উপজেলার তেলিধান্যপুর এলাকায় অভিযান চালান এসআই জুম্মান খান ও তার ফোর্স। পুলিশ সেখানে একটি পিকআপ তল্লাশি করে তার মধ্যে ৩৬টি গ্রিনল্যান্ডের সাদা ফ্রন্টেড হাঁস পায়। একই সময় আটক করা হয় মাগুরা সদরের বগিয়া এলাকার শেখ রাসেল (২২), বালিয়াডাঙ্গা এলাকার রাজ্জাক হাসান (২৬) এবং ফরিদপুরের ভাঙ্গা উপজেলার খাঁকান্দা এলাকার রুবেল হোসেনকে (৩০)। পুলিশ জানায়, আটককৃতরা অবৈধপথে ঢাকা থেকে হাঁসগুলো সংগ্রহ করে যশোরের বাগআঁচড়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com