নরসিংদির বেলাবতে রাস্তার মোড়ে মোড়ে স্থাপিত অধিকাংশ স্ট্রিট লাইটগুলো এখন আলোহীন খুঁটি হিসেবে দাঁড়ানো আছে। এগুলো আর কাজে আসছে না। মাত্র ১ বছর বা তারও কম সময়ে অনেক সোলার স্ট্রিট লাইটের ব্যাটারিগুলো বিকল, লাইটগুলোর সমস্যা আবার ব্যাটারি চুরি হয়ে যাওয়ার অভিযোগও শোনা যাচ্ছে। উপজেলার পাটুলী ইউনিয়নের ভাবলা বাবুরবাড়ির মোড়, বিন্নাবাইদ ইউনিয়নের কাশিমনগর বালুয়াঘাট কবরস্থান, চকমখোলা মাছির মোড়, দুলালকান্দি বাজার, চর উজিলাব পশ্চিমপাড়া, বেলাব সদরের দক্ষিণ টেকপাড়া, রাধাখালী বাজার, বাজনাব কাজির টেক, বীর বাঘবেড় তেঁতুল তলা, ধুকুন্ধি কালিয়ার মোড়, টান-লক্ষীপুর নুরু ফকির এর মাজার সংলগ্ন , বেলাব বাজার মোড়, পাটুলী মোড়, শাহ ইরানী মাজার মোড়, দুলুর মোড়, বাদশা মোড়ের লাইটসহ প্রায় অধিকাংশ স্ট্রীট লাইটগুলোই বিকল। কিছু কিছু লাইট রাত ৯ টা বা ১০ টার পর বন্ধ হয়ে যায় এবং বাকী সময় অন্ধকার থাকে। এ ব্যাপারে বহু অভিযোগ, আবেদন করেও কোন সুরাহা মিলছে না বলে দাবি ভুক্তভোগীদের। সোলার স্ট্রীট লাইটের বেলাব ইউনিটের ইডকল ডিলার সংস্থার কর্মকর্তা ব্রাঞ্চ ম্যানেজার বকুল মিয়া জানান ‘বিগত কয়েকদিনের বৈরী আবহাওয়ার কারণে হয়তো ব্যাটারীগুলো সমস্যা করছে। আমরা ইতিমধ্যে কাজ শুরু করছি।