মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম ::

করোনায় মারা যাওয়া প্রবাসীকর্মীর পরিবার পাবে ৩ লাখ টাকা

খবরপত্র অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৫ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রবাসী বাংলাদেশি কর্মী মারা গেলে তাদের পরিবারকে অনুদান হিসেবে ৩ লাখ টাকা দেয়া বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

বুধবার (১৫ এপ্রিল) আটকে পড়া প্রবাসীদের ফেরত আনা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্ত:মন্ত্রণালয় বৈঠক শেষে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ঘোষণা দেয়।

প্রবাসী কর্মীরা দেশে ফিরে আসার সঙ্গে সঙ্গে বিমানবন্দরে ৫ হাজার টাকা যাতায়াত খরচও বিবৃতিতে জানানো হয়।

একই সঙ্গে ফিরে আসা প্রবাসী-কর্মীকে দেশে অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে জন্য ৫ থেকে ৭ লাখ টাকা ঋণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

এ বৈঠকে পররাষ্ট্র মন্ত্রী একে আবদুল মোমেন, প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এর ৫ এপ্রিল প্রবাসীদের দেশে ফেরত আনা সম্পর্কিত প্রথম বৈঠকটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ও দ্বিতীয় বৈঠকটি ৯ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com