গাজীপুরের কালীগঞ্জে জাতীয় উন্নয়ন ও অগ্রগতিতে সকলের সমান অংশগ্রহণে সেবার মান বৃদ্ধির লক্ষ্যে ইন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম (এনসিডিসি), ডিরেকটোরেট জেনারেল অব হেলথ সার্ভিস (ডিজিএইচএস) ও হেলথ সার্ভিস ডিভিশন এর যৌথ উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্নায়ুবিকাশ জনিত সমস্যার বাস্তবায়ন ও অগ্রগতি বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ‘মুজিব বর্ষে স্বাস্থ্য খাত, এগিয়ে যাবে অনেক ধাপ’ এই স্লোগানকে সামনে রেখে উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সংবাদকর্মী ও সুশীল সমাজের ব্যক্তিবর্গদের নিয়ে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত স্নায়ুবিকাশ জনিত বান্তবায়ন ও অগ্রগতি বিষয়ে ১০৭ তম সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো.শিবলী সাদিকের সভাপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার ইসরাত জাহানের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব পারভীন আক্তার। বিশেষ অতিথি-স্বাস্থ্যসেবা বিভাগের অটিজম ও এনডিডি সেল এর প্রধান সমন্বয়ক ও যুগ্ম সচিব ডা. এ.এম পারভেজ রহিম। সম্মানিত অতিথি-সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব শবনম মুস্তরী, অটিজম ও এনডিডি সেল এর উপ-পরিচালক ডা. গোপেন কুমার কুন্ডু। আলোচনা সভায় বক্তারা বলেন, মানুষ মাত্র সম্পদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান এই সম্পদকে ভালো রাখতে। অটিজমদের সুস্থ রাখতে কাজ করতে হবে। অটিজম বিষয়টি গুরুত্ব হিসেবে আমাদের সকলকে নিতে হবে। আমরা যেই যেখানে থাকবো সেখান থেকে এই বিষয়ে কাজ করবো। এই লক্ষ্য নিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে। উপজেলা পর্যায়ে এই কমিটিতে যারা রয়েছেন তারা গুরুত্ব সহকারে সভা ও সেমিনার করে যেতে হবে। মাঠ পর্যায় কাজ করার উদ্দেশ্য নিয়ে উপজেলা পর্যায়ে সভা ও কর্মশালা করা হচ্ছে।