গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বঙ্গবন্ধু পরিষদের বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার রাতে বাপার্ড হলরুমে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। বাপার্ডের উপ-পরিচালক ও বঙ্গবন্ধু পরিষদ বাপার্ড শাখার সভাপতি মো: আব্দুল গনি মিনার সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপার্ডের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব শেখ মো: মনিরুজ্জামান। এ পরিচিতি সভায় বাপার্ডের বিভিন্ন কর্মকর্তা ও বঙ্গবন্ধু পরিষদ বাপার্ড শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে বঙ্গবন্ধু পরিষদ বাপার্ড শাখার নেতৃবৃন্দকে বাপার্ডের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব শেখ মো: মনিরুজ্জামান ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বঙ্গবন্ধু পরিষদ বাপার্ড শাখার সভাপতি মো: আব্দুল গনি মিনা বলেন, চলতি মাসের প্রথম সপ্তাহে আমরা বঙ্গবন্ধু পরিষদ বাপার্ড শাখার কমিটি গঠন করেছি। ইতোমধ্যে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা. এস এ মালেক আমাদের এ কমিটিকে অনুমোদন দিয়েছেন। আমাদের এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি কৃষিবিদ মোহাম্মদ তোজাম্মেল হক, মো: মোর্শেদ হাসান মোস্তফা, সাধারণ সম্পাদক শেখ নাইমুল রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আশিষ কুমার মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক মো: আজিম উদ্দিন, দপ্তর সম্পাদক মাহামুদুল হাসান, অর্থ সম্পাদক মো: শামীম আহমেদ, প্রচার সম্পাদক মো: আব্দুল হালিম, ক্রীড়া সম্পাদক তমাল বিশ^াস, আইন বিষয়ক সম্পাদক শাকিলা ইসলাম, সদস্য মো: মাহমুদুন্নবী, ডা. মো: রবিউল ইসলাম, সোনিয়া আক্তার, মাসুদ মোল্লা, মো: নাহিদ হাসান, মাহাবুবুর রহমান, সেলিম রেজা, আসাদুজ্জামান।