বিএনপি মনোনীত প্রার্থী তাজকিন আহমেদ চিশতি বেসরকারি ফলাফলে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২৫ হাজার ৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নাসিম ফারুক খান মিঠু পেয়েছেন ১৩ হাজার ২২১ ভোট। এছাড়া সাধারন কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে কায়ছারুজ্জামান হিমেল, ২ নং ওয়ার্ডে সৈয়দ মাহমুদ পাপা, ৩নং ওয়ার্ডে আইনুল ইসলাম নান্টা, ৪নং ওয়ার্ডে কাজী ফিরোজ হাসান, ৫নং ওয়ার্ডে আনোয়ার হোসেন মিলন, ৬ নং ওয়ার্ডে শেখ মারুফ হোসেন, ৭নং ওয়ার্ডে জাহাঙ্গীর হোসেন কালু, ৮ নং ওয়ার্ডে শফিকুল আলম বাবু ও ৯ নং ওয়ার্ডে শেখ শফিকউদ্দৌলা সাগর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে যথাক্রমে নুরজাহান নুরী, অনিমা রানী মন্ডল ও রাবেয়া পরভীন বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ নাজমুল কবির এই তথ্য নিশ্চিত করেছেন।