শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম ::
জব্দ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সাবেক ভূমিমন্ত্রীর রিট আরেক হত্যা মামলায় সাবেক বিচারপতি মানিককে গ্রেফতার দেখানো হয়েছে মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান উৎপাদনে ফিরলো কর্ণফুলী পেপার মিল ২০৫০ সালের মধ্যে ৪ কোটি মানুষের মৃত্যু হবে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণে দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, দলবল নিয়ে ঘুরছেন পার্কে পিআইবির নতুন ডিজি ফারুক ওয়াসিফ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আবদুল্লাহ ষড়যন্ত্রের ফাঁদে পোশাক শিল্প আইন আপনার হাতে তুলে নেয়ার কারো কোনো অধিকার নেই :স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীকে ক্ষমতা দেয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

নগরকান্দা পৌরসভা নির্বাচন সম্পন্ন, নৌকার বিজয়

বেলায়েত হোসেন লিটন নগরকান্দা (ফরিদপুর) :
  • আপডেট সময় সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

ফরিদপুরের নগরকান্দা পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। জয় লাভ করেছে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী নিমাই চন্দ্র সরকার। তিনি পেয়েছেন ২১৯৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ মাসুদুর রহমান (জগ প্রতীক) নিয়ে পেয়েছেন  ১২২৮ ভোট। অন্য প্রার্থীরা হলেন কামরুজ্জামান মিঠু (মোবাইল প্রতীক) ১২০০ ভোট, মোঃ দেলোয়ার হোসেন দুলু (নারিকেল গাছ  প্রতীক)  ৯০৫ ভোট,  মোঃ আলিমুজ্জামান সেলু ধানের শীষ) ৭১৮ ভোট, মোহাম্মাদ আরিফ আহম্মদ বিপ্লব ( ইস্ত্রি প্রতীক) ৪৭২ ভোট, এবং মোহাম্মাদ মনিরুজ্জামান মোল্যা (চামচ প্রতীকে) পেয়েছেন ১৭৮ ভোট। রোববার সকাল ৮ টা হতে শুরু হয়ে বিরতিনীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহন। কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয় ভোট গ্রহন। ভোট গননা শেষে বেসরকারী ভাবে  এ ফলাফল ঘোষনা করে নির্বাচন কমিশন। আইন শৃংখলা বাহিনীর দ্বায়িত্ব পালন  ছিলো চোখে পরার মতো। নগরকান্দা পৌরসভা নির্বাচনে সাত জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। এছাড়া  সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ছিলো ১৩ জন এবং সাধারণ কাউন্সিলর প্রার্থী ছিলো  ৩৭ জন। তিনজন সংরক্ষিত মহিলা কাউন্সিলররা হলেন ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মোসাঃ খাদিজা বেগম (জবা ফুল প্রতীক) ১৪৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দী মোসাঃ শিরিন সুলতানা (আনারস প্রতীক) পেয়েছেন ৮২৭ ভোট,  ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে  শিরিয়া বেগম (জবাফুল প্রতীক) ৬৪৭ ভোট পেয়ে বিজয়ী হোন, তার নিকটতম প্রতিদ্বন্দী আঙ্গুরী বেগম (টেলিফোন প্রতীক) পেয়েছেন ৬০৬ ভোট এবং ৭, ৮ ও ৯ ওয়ার্ডে পারুলী বেগম (চশমা প্রতীক) ৬২৫ ভোট  পেয়ে নির্বাচিত  হয়  তার নিকটতম প্রতিদ্বন্দী  ঝুমি দস্তিদার (টেলিফোন প্রতীকে)  পেয়েছেন  ৪৩৯ ভোট। সাধারণ  কাউন্সিলররা হলেন ১নং ওয়ার্ডে মোঃ কাওছার আহম্মেদ মিয়া (পাঞ্জাবি প্রতীক) ২৭২ ভোট পেয়ে বিজয়ী হোন, তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ আনোয়ার হোসেন (উটপাখি প্রতীক)  পেয়েছেন ১২৪ ভোট। ২নং ওয়ার্ডে মোঃ নাসির মাতুব্বর (পানির বোতল প্রতীক)  ৪১১ ভোট পেয়ে নির্বাচিত হোন তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ বিল্লাল হোসেন মোল্লা  (পাঞ্জাবি প্রতীক) পেয়েছেন ৩১৬ ভোট, ৩নং ওয়ার্ডে মোঃ বাবলু মাতুব্বর (উট পাখি প্রতীক) ৩৭৭ ভোট পেয়ে নির্বাচিত হোন, তার নিকটতম  প্রতিদ্বন্দী মোঃ জালাল উদ্দীন নান্টু (ডালিম প্রতিক) পেয়েছেন ২৪৬ ভোট, ৪ নং ওয়ার্ডে মোঃ জালাল উদ্দীন সরদার (উট পাখি প্রতীক) ৩০৮ ভোট পেয়ে নির্বাচিত হোন, তার নিকটতম  প্রতিদ্বন্দী শাহাদাত মৃধা (পাঞ্জাবি  প্রতীক) পেয়েছেন ২৭২ ভোট,  ৫নং ওয়ার্ডে মোঃ জিয়াউর রহমান জিয়া (পাঞ্জাবি  প্রতীক) ২২০ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ বাবুল মাতুব্বর (পানির বোতল প্রতীক)  পেয়েছেন ১৪৫ ভোট, ৬নং ওয়ার্ডে  মোঃ ইমদাদুল হক  মাতুব্বর  (উট পাখি প্রতীক)  ২৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়, তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ ওহিদুজ্জামান মান্দার (টেবিল ল্যাম্প প্রতীক) পেয়েছেন  ২৭৭ ভোট, ৭নং ওয়ার্ডে  জাকির হোসেন (উট পাখি প্রতীক)  ৩২৬ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ মিরাজ হোসেন (পানির বোতল  প্রতীক)  পেয়েছেন  ১০৬ ভোট, ৮নং ওয়ার্ডে মোঃ আমিন ফকির (পাঞ্জাবি প্রতিক) ৩৫২ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দী গোকুল চন্দ্র শীল (উট পাখি প্রতীক)  পেয়েছেন ২৬৬ ভোট এবং ৯নং ওয়ার্ডে  মাসুদুর রহমান নিকো (উট পাখি প্রতীক) ৩৪৩ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম  প্রতিদ্বন্দী আব্দুর রহমান মাতুব্বর (পাঞ্জাবি  প্রতিক) পেয়েছেন ২৬৫ ভোট।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com