১৭ ফেব্রুয়ারি বুধবার দিনাজপুর রেলওয়ে স্টেশন চত্বরে মমতা পল্লী উন্নয়ন সংস্থা’র এ আয়োজনে এবং ডাব্লিউবিবি ট্রাস্ট ঢাকার সহযোগিতায় তামাকে কর বৃদ্ধিতে তামাক কোম্পানির হস্তক্ষেপ বন্ধ করার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখতে গিয়ে মমতা পল্লী উন্নয়ন সংস্থা, সুইহারী দিনাজপুর এর নির্বাহী পরিচালক মোঃ ইয়াকুব আলী বলেন, তামাক ব্যবহার জনিত রোগে বাংলাদেশ প্রতি বছর ১ লাখ ৬২ হাজারের বেশী মানুষ মারা যাচ্ছে। বাংলাদেশের মোট মৃত্যুর ৬৭ ভাগ অসংক্রামক রোগের কারনে হয়ে থাকে। অসংক্রামক রোগের অন্যতম প্রধান কারন তামাক জাত দ্রব্যের ব্যবহার। এছাড়া বাংলাদেশে তামাক জনিত রোগ ও অকাল মৃত্যুর কারণে প্রতি বছর ৩০ হাজার ৫৭০ কোটি টাকা অর্থনৈতিক ক্ষতি হয়। তামাকজাত দ্রব্যের মূল্য ও কর বৃদ্ধি করা হলে সরকারের রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি তামাকের ব্যবহার ও তামাক জনিত কারণে মৃত্যু কমে আসবে। তামাকজাত দ্রব্যের মূল্য বৃদ্ধি বা এর উপর কর বৃদ্ধি প্রসঙ্গ উত্থাপিত হলে তামাক কোম্পানিগুলো নানা ধরনের কর্মসূচী গ্রহণ করে। যার ফলে তামাকের উপর কর বৃদ্ধির প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করা হয়। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন দিনাজপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল শাহ্্ নেওয়াজ, সাবেক কমিশনার সৈয়দ সোরাফত হোসেন, বিশিষ্ট কলামিস্ট জবায়ের আলী জুয়েল, সুরভী মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক, রুপসী মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক, দৈনিক স্বর্ণসকাল পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ আজিম ও সাংবাদিক রেজা মাস্টার।