সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:০০ পূর্বাহ্ন

খবরিকায় একুশের আলোচনা ও অনলাইন টিভির খবর পাঠক পাঠিকাদের পরিচয়পত্র বিতরণ

জিয়াউর রহমান জিতু (মীরসরাই) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

পাক্ষিক খবরিকার উদ্যোগে মহান একুশ উপলক্ষে এক আলোচনা এবং খবরিকা অনলাইন খবর পাঠক পাঠিকাদের পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠান পাক্ষিক খবরিকার সম্পাদক মাহবুব পলাশের সভাপতিত্বে ও জিয়াউর রহমান জিতুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। বৃহস্প্রতিবার ( ১৮ ফেব্রয়ারী খবরিকা কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, কথা সাহিত্যিক ও মহাকবি কাইয়ুম নিজামী। বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন গীতিকবি ও প্রাবন্ধিক শাখাওয়াত উল্লাহ রিপন, তরুন রাজনীতিবিদ ও ব্যবসায়ী মেজবাহ উল আলম, মীরসরাই প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নয়ন কান্তি ধূম, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ রাজনীতিক আনোয়ার হোসেন, শিক্ষিকা ও কবি পুশকিন চৌধুরী, ইসলামি চিন্তাবিদ ও লেখক হাফেজ শহিদুল্লাহ মিয়াজী, বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও সাংবাদিক রণজিত ধর, তরুন সংগঠক ও ক্রিড়াবিদ রিপন গোপ পিন্টু, দৈনিক জনতা প্রতিনিধি আব্দুল মান্নান রানা, মীর হোসেন প্রমুখ। অনুভূতি ব্যক্ত করেন তরুন সাংবাদিক এমদাদ উল্লাহ ভূঞা, খবর পাঠক সায়মা, নুসরাত, নাজমুন, অনন্য, সাদেক ও ইব্রাহিম। আলোচনা শেষে অতিথীবৃন্দ খবরিকার নবীন কর্মীদের মাঝে পরিচয়পত্র পরিয়ে দেন। আলোচনা কালে বক্তাগন গ্রামীন পর্যায় থেকে খবরিকার মাধ্যমে সাংবাদিকতার প্রসারের এমন অনলাইন বিভাগ চালুর উক্ত উদ্যোগকে স্বাগত জানান ও উত্তরোত্তর এর সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে খবরিকা ষ্টুডিওতে মহান একুশ উপলক্ষে আলোচনা পর্বের শুভ সূচনা করেন অতিথীবৃন্দ। এসময় মহান ভাষার মাস উপলক্ষে ভাষার জন্য আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সকলে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com