আজ বুধবার শপথ গ্রহণ করবে নীলফামারীর জলঢাকা পৌরসভায় নব-নির্বাচিত পরিষদ এবং আগামীকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে পৌরসভার দায়িত্বভার গ্রহণ করবে তারা। বিষয়টি নিশ্চিত করে জলঢাকা পৌরসভার সচিব আশরাফুজ্জামান বলেন, বুধবার সকালে রংপুরের কমিউনিটি সেন্টারে বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভুঞা মহোদয় শপথ বাক্য পাঠ করাবেন নব নির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের। তিনি জানান, পরদিন বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণের জন্য আনুষ্ঠানিক চিঠি দিয়েছি নব নির্বাচিত পরিষদকে। নব নির্বাচিত মেয়র ইলিয়াস হোসেন বাবলু জানান, জলঢাকা পৌরসভার মানুষ আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন সেটির মর্যাদা আমি যথাযথ ভাবে পালনে দৃঢ় প্রতিজ্ঞ। জলঢাকার উন্নয়ন যাতে তরান্বিত হয় সেজন্য আমি কাজ করে যাবো। যা বৃহস্পতিবার থেকে আমি শুরু করবো। প্রসঙ্গত ৩০জানুয়ারী জলঢাকা পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নারিকেল গাছ প্রতিকে ১৪৭৯৮ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস হোসেন বাবলু।