গলাচিপায় কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর নেতৃত্বে বৃটিশ সরকারের এফসিডিও এর অর্থ্যায়নে সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্য সেবা উন্নয়ন কল্পে, স্বাস্থ্য বিভাগের পাশাপাশি বেসরকারী সংস্থ্যার গুরুত্ব অপরিসীম। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে বেলা ১১ঘটিকায় সর্টর্নাস ইন হেল্থ এন্ড ডেভেলপমেন্ট (পি,এইচ,ডি) আয়োজনে বৃটিশ এফ,সি,ডি ও এর অর্থ্যায়নে, দেশের উপকূলীয় জনপদের সুবিধাবঞ্চিত মানুষের অত্যাবশ্যাকীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষে গলাচিপা উপজেলা পর্যায়ে এক অবহিত করণ সভায় জাতীয় সংসদ সদস্য পটুয়াখালী-৩, এস এম শাহজাদা প্রধান অতিথি হিসেবে একথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মু. মুনিরুল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেন বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মু. শাহীন শাহ্, উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মোল্লা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, পৌর মেয়র আহসানুল হক তুহিন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও জনপ্রতিনিধি সহ দায়িত্বলীল ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সার্বিক সঞ্চালনার দায়িত্ব পালন করেন সংস্থার এইসসি কর্মকর্তা রাউফুল আলম মিঠু ও আরএফ সারমিন আক্তার সহ বিভিন্ন প্রতিনিধিরা। উল্লেখ্য যে, এই উপজেলায় ১২টি ইউনিয়নে দুস্ত অসহায় প্রতিবন্ধি মানুষের স্বাস্থ্য সেবা উন্নয়নের জন্য এই সংস্থা কাজ করবে বলে জানায়।