গাছে গাছে ফুটিছে ফুল। ফুলের সৌরভে প্রাণে দিয়েছে দোলা। কারণ ঋতু রাজ বসন্ত যে এসে গেছে। বসন্ত যেন ফুলের রাজ্য নিয়ে আসে!ঠিক তেমনি বসন্তের বার্তা নিয়ে ফুটেছে শিমুল ফুল। ফাগুনের আগুন মানেই যেন শিমুল ফুল। উঁচু গাছের ডালে ডালে লাল আগুন ছাড়িয়ে তাবৎ মুগ্ধতা ছড়িয়ে শিমুল ফুল জানান দেয় বসন্তের। নিঃসঙ্গ পথের পাশে শিমুলের গাছ যেন অনন্য সৌন্দর্য।রংপুর নগরীর বিভিন্ন ছোট রাস্তার মোড়ে, কিংবা রাস্তার ধারে হঠাৎ চোখে পড়বে এমন শিমুল গাছ। ঋতু রাজ বসন্ত হওয়ায় এখন যেন শিমুল ফুলের হাট বসেছে গাছ গুলোতে। ঝরা ফুল পড়ে যেন ফুলের বিছানা হয়েছে প্রতিটি শিমুল গাছের চারিদিক। রংপুরে বাণিজ্যিক ভাবে শিমুল গাছ না থাকলেও অনেকে শখ কিংবা ভালোলাগা থেকে রাস্তার ধারে,বাসার পিছনে,রাস্তার মোড়ে গুটিকয়েক করে গাছ লাগিয়েছে। বর্তমানে গাছ গুলো ফুলে ফুলে পরিপূর্ণ হওয়ায় অনেকে চলতি পথে কিছু সময় দাড়িয়ে ফুলের সৌন্দর্য উপভোগ করছে কেউবা স্মার্ট ফোনে ছবি ধারণ করে নিচ্ছে। এমনি একজন ফুলপ্রেমী রংপুর সংবাদ কে জানান,শিমুল ফুল আমাদের ঐতিহ্যকে বহন করে এই ফুল যেমন সুন্দর তেমনি এই ফুল থেকে উৎপাদিত তুলা অনেক ভালো মানের। তাই আমি চাই সরকারীভাবে শিমুল গাছ লাগানোর জন্যে সকলকে উদ্ভুদ্ধ করা হোক। শিমুল ফুলের এই সৌন্দর্য শুধু মানুষকেই আকৃষ্ট করেনি করেছে বিভিন্ন প্রজাতির পাখিদের। তাই দেখা যায় এইসব শিমুল গাছকে ঘিরে সারাদিন নানা প্রজাতির পাখিদের আনাগোনা। তাই হয়তো গীতিকার তার আপন মনে বলে গেছেন,”পলাশ ফুটেছ,শিমুল ফুটেছে এসেছে দারুন মাস”?