সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৫৫ পূর্বাহ্ন

শ্রীপুরের আশ্রয়ণ প্রকল্পে আগুনে পুড়ল ১০টি ঘর

এম এ কাশেম জামালপুর :
  • আপডেট সময় রবিবার, ৭ মার্চ, ২০২১

জামালপুর সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের রানী পুকুরপাড় আশ্রয়ন প্রকল্পে মঙ্গলবার দুপুরে হঠাৎ বিদ্যুৎ এর শর্ট সার্কিটের মাধ্যমে ভয়াবহ আগুন লেগে যায়। এতে করে আশ্রয়ন প্রকল্পের ১০টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। সংবাদ পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিন ঘটনাস্থল পরিদর্শন করেন। সেই সাথে প্রত্যেক পরিবারের হাতে নগদ ৩ হাজার করে টাকা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াছমিন লিটা, শ্রীপুর ইউপি চেয়ারম্যান আজিজুল হক ফনি সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিন বলেন, ঘটনার সংবাদ পেয়ে আমি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি। সেই সাথে উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রত্যেক পরিবারকে নগদ ৩ হাজার টাকা দেওয়া হয়েছে। সেই সাথে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ও সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফ্ফর হোসেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিষয়টি অবগত করলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আশ্রয়ন প্রকল্পের পরিচালক মোঃ মাহবুব হোসেন জানিয়েছেন যে ১০টি ঘর পুড়ে গেছে সেই সাথে সেখানে অবস্থিত আরও ৪০টি ঘর দ্রুত সময়ের মধ্যে নতুন করে নির্মাণ করে দেওয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com