রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:০২ অপরাহ্ন

নলছিটিতে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম বিষয়ক কর্মশালা

মোস্তাফিজুর রহমান রিপন নলছিটি (ঝালকাঠি) :
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

ঝালকাঠির নলছিটিতে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। যে সকল শিশু কখনো বিদ্যালয়ে যায়নি অথবা ঝড়ে পড়েছে, এ ধরনের ৮ থেকে ১৪ বছর বয়সী শিশুদের শিক্ষার সুযোগ করে দেওয়ার জন্য সরকার এ কর্মসূচী গ্রহণ করেছে। এই প্রকল্পের আওতায় উপজেলায় ৭০টি কেন্দ্র স্থাপন করে শিক্ষা বঞ্চিত শিক্ষার্থীদের ভর্তি করা হবে। প্রকল্পের এসব কেন্দ্র যে সকল শিশু লেখাপড়া করবে তাদের প্রত্যেককে প্রতিমাসে ১২০ টাকা করে উপবৃত্তি দেওয়া হবে। ৯ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান’র সভাকক্ষে আয়োজিত কর্মশালায় এসব তথ্য জানানো হয়। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বেসরকারী উন্নয়ন সংস্থা ‘ভোসড’ প্রকল্পের এ কার্যক্রম পরিচালনা করবে। “আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন” প্রোগ্রাম বিষয়ক অবহিতকরণ কর্মশালা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ঝালকাঠি জেলা আ’লীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ সিদ্দিকুর রহমান। মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা বেগম’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঝালকাঠি উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক সুবিমল চন্দ্র হালদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহম্মদ সাইদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মু. আনোয়ার আজিম, সমাজসেবা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার, সাংবাদিক কে এম সবুজ, মিলন কান্তি দাস,সহকারি শিক্ষা অফিসার নুসরাত জাহান,ভোসড’র ঝালকাঠির প্রোগ্রাম হেড মো. মেহেদী হাসান, সিনিয়র কর্মসূচি ম্যানেজার মো. আতিয়ার রহমান, ডেপুটি ম্যানেজার (মনিটরিং) আবদুল জব্বার, জেলা ম্যানেজার মিল্টন দত্ত ও নলছিটি উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মো. ইউসুফ আলী। কর্মশালায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকরা অংশ নেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com